আপনজন ডেস্ক: কর্নাটকে ঔদ্ধত্য-অহঙ্কারের রাজনীতির বিপক্ষে ভোট হয়েছে। কংগ্রেসের জয় নিশ্চিত হতেই এমনটাই নিজের বাসভবনে দাঁড়িয়ে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির শেষের শুরু। শনিবার কালীঘাটের বাড়ির সামনে থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্বৈরতান্ত্রিক সরকারের অবসান হয়েছে। বলেন, কর্নাটকে কাজ হয়েছে ‘নো ভোট টু বিজেপি’তে। আরও বলেন, বিজেপি’র সরকার মানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বিরোধীদের হেনস্তা। তাঁর দাবি, কর্নাটকে ভোট হয়েছে এজেন্সির রাজনীতির বিরুদ্ধে। তাঁর বক্তব্য, গেরুয়া শিবিরের সরকার সংবাদমাধ্যমকে ‘ফতোয়া’ জারি করে। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেও বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, নিরাপদে নেই সাংবাদিকরা। রাজ্যপাল পদ নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেশের বিভিন্ন জায়গায় এই জন্য রাজ্যের টাকা বেশি খরচ হয়। বলেন, এই পদ নিরপেক্ষ হওয়া উচিৎ অথচ যে রাজ্যে বিজেপি বিরোধীদের ভূমিকায় আছে, সেই রাজ্যে বিরোধীদের কথা শুনে রাজ্যপাল রিপোর্ট পাঠান। তিনি এই কথা অবশ্য শুধু নিজের রাজ্যের জন্য নয়, বলেছেন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই। তাঁর স্লোগান, বিজেপি হঠাও দেশ বাঁচাও। বলেন, বিজেপির একতরফা নীতি মানুষ মানবে না। বলেন, ‘বেঙ্গল টু বেঙ্গালুরুতে বিজেপি শূন্য’। কটাক্ষ, গানের সুর না থাকলে শুধু সেজে স্টেজে উঠলেই হয় না। সবশেষে কর্নাটককে ‘শুভনন্দন’ জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গেরুয়া শিবিরের ভবিষ্যৎবাণী করে বলেন, আগামী দিন বিজেপি ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ পরাজিত হবে।