আপনজন ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে মুক্তি পেল বলিউডের তারকা শাহরুখ খান অভিনীত ছবি 'পাঠান'। বাংলাদেশের ৪১ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পাঠান'। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে দাপট দেখানোর পর এবার বাংলাদেশে 'মোকা'র আগে ঝড় তুলল এই ছবি। প্রথমে দিনেই ছবিটি দেখতে ঢাকার স্টার সিনেপ্লেক্সে নেমেছে দর্শকদের ঢল। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, সিনেপ্লেক্সের ৭ ব্রাঞ্চে ৩৪টি করে শো পেয়েছে ‘পাঠান'। বিকেলে সিনেপ্লেক্সের বসুন্ধরা ব্রাঞ্চে দেখা যায়, দলে দলে মানুষ পাঠান দেখতে আসছেন। দীর্ঘলাইন দিয়ে সিনেমা হলে ঢুকছেন। যদিও সেই ভীড়ের বেশিরভাগের হাতে কিন্তু সিনেমার টিকিট নেই।তাদের অভিযোগ, তারা এখনও টিকিট পাচ্ছেন না। দীর্ঘ অপেক্ষার পর অনেকেই হতাশ হয়ে বাড়িতে ফিরছেন।এ ব্যাপারে সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, 'প্রথম দুইদিনের টিকেট শেষ। রবিবারের টিকেটও শেষ। ঈদে বাংলাদেশের ছবিগুলো ভালো চলার পর ‘পাঠান' ছবির মাধ্যমে আবার দর্শকরা হলমুখী হয়েছে। টিকেট না পেয়ে অনেক দর্শকদের হতাশ হয়ে ফিরে যেতেও দেখা গেল। তাদের জন্য খারাপ লাগলেও, এটা সিনেমা জগতের জন্য সত্যি ভালো বিজ্ঞাপন। আশা করি পাঠান ছবি নিয়ে বাংলাদেশে এই ক্রেজ আগামী কয়েক সপ্তাহ দেখা যাবে।' শাহরুখ খানের বাংলাদেশে একাধিক ফ্যান ক্লাব আছে। সেই ভক্তরাও জড়ো হয়েছে টি-শার্টে ‘পাঠান’ পোস্টার লাগিয়ে সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে এসেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct