সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাস্তা দেখলে মনেই হবে না এটা কোন রাস্তা। বিষ্ণুপুর, জয়পুর, কোতুলপুর এই তিনটি ব্লকের ওপর দিয়ে যাওয়া বাঁকাদহ থেকে জয়রামবাটি পর্যন্ত দীর্ঘ ৩০ কিমি রাস্তার কোথাও বড় বড় গর্ত আবার কোথাও পিচের অস্তিত্ব নেই। রাস্তার পিচ উঠে বেরিয়ে এসেছে পাথর ও মাটির স্তর। বৃষ্টির সময় রাস্তায় জমে এক হাঁটু জল। গুরুত্বপুর্ন রাস্তায় এমন বেহাল দশার ছবি ধরা পড়ল। এ ছবি বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার বাঁকাদহ থেকে জয়রামবাটি যাবার জেলা পরিষদের অধীনে থাকা রাস্তা। এই ভগ্ন দশা থেকে মুক্তি কখন সেই আশায় মানুষজন। বাঁকুড়ার বাঁকাদহ থেকে জয়রামবাটি প্রায় ৩০ কিমি রাস্তা। জেলা পরিষদের নির্মিত এই রাস্তা বর্তমান রূপ দেখলে আঁতকে উঠবেন আপনিও। পথচলতি মানুষ থেকে গাড়ির চালক যারা এই রাস্তা নিত্যদিন ব্যবহার করছেন তাদের কথায় বছর আট আগে নির্মান এই রাস্তা আজ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত তাতে জমে বৃষ্টির জল। কোথাও কোথাও পিচের অস্তিত্বও নেই। এই ভাঙ্গাচুরা রাস্তা এখন নিত্যদিনের সঙ্গী এলাকার ব্যবসায়ী, কৃষক সহ যাত্রীবাহী বাস থেকে বিভিন্ন গাড়ি মোটর বাইক চালকদের। যেকোন সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। রাস্তাটির দ্রুত সংস্কারের প্রয়োজন বলে দাবি তুলেছেন স্থানীয় মানুষ। তবে এলাকার মানুষদের আশ্বস্ত করছেন বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত তিনি বলেন রাস্তাটির সংস্কার করা হবে, ইতিমধ্যেই পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এর অনুমোদন হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজও শুরু হয়ে যাবে এই রাস্তাটির। তবে এখন দেখার বিষয় আদৌ কি কাজ হয় নাকি প্রত্যেক বারের মতো এবারেও শুধু প্রতিশ্রুতি হয়েই রয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct