আপনজন ডেস্ক: বিজেপির খারাপ পারফরম্যান্স এবং দরিদ্রদের মধ্যে ক্ষোভের কারণে প্রবল সরকারবিরোধী মনোভাব কংগ্রেসকে কর্ণাটকে বিপুল জয়ের দিকে ঠেলে দিয়েছে যা সামনের পথের জন্য একটি বড় বার্তা পাঠাবে। কর্ণাটকে নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধান মুখ করেও বিজেপি লড়াই করতে ব্যর্থ হয়।অন্যদিকে কর্ণাটকে সরকার গঠনের জন্য প্রস্তুত কংগ্রেস।কংগ্রেস ১২০ টি আসন অতিক্রম করতে চলেছে । বিজেপি ৭০ টির ওপরে এবং জেডি (এস) ২৫ টি আসনে লড়াই করছে। দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের বিষয়ে কংগ্রেসের নির্বাচনী ইশতেহার মানুষ কে আশা দিয়েছে কারণ এই বিভাগগুলির ভোটাররা এমন একটি সরকারকে পছন্দ করেছেন যা সরাসরি সুযোগ সুবিধা এবং বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে। মধ্য কর্ণাটক সহ রাজ্যের বেশ কয়েকটি অংশে বিজেপি নিম্নমুখী যা পরাজয়ের ইঙ্গিত দেয়। কংগ্রেস প্রায় ৪৩ শতাংশ ভোট পেয়েছে, যা ২০১৮ সালের তুলনায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে দৃঢ় একীকরণের ইঙ্গিত দেয়। কথিত আছে যে কংগ্রেস লিঙ্গায়েত ভোট অর্জনে সফল হয়েছিল, যা বিজেপির ঐতিহ্যগত সমর্থনের ভিত্তি। ২০২১ সালের জুলাই মাসে প্রবীণ লিঙ্গায়েত মুখ বি এস ইয়েদুরাপ্পাকে সরিয়ে বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রী করে নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিজেপির জন্য সমস্যা শুরু হয়েছিল। বিজেপি বোম্মাইতে এমন একজন জননেতার অভাব অনুভব করেছিল যিনি কর্ণাটককে গেরুয়া দলের হাতে তুলে দিতে পারেননি। অন্যদিকে কংগ্রেসে সিদ্দারামাইয়া ছিলেন। ইয়েদুরাপ্পার প্রস্থান বিজেপিকে লিঙ্গায়েত সম্প্রদায়ের উপর নির্ভরতা দ্বিগুণ করতে বাধ্য করেছিল, যা কংগ্রেসকে কর্নাটকে আবার প্রবেশের সুযোগ করে দিয়েছে। ২৪ জন বর্তমান বিধায়ককে সরিয়ে এন্টি-ইনকাম্বেন্সিকে পরাজিত করার বিজেপির পরিকল্পনা ব্যর্থ হয়েছে এই বিধানসভা নির্বাচনে। তাদের মধ্যে বিজেপির অনেকেই পিছিয়ে আছেন। এছাড়াও, দুর্নীতি নিয়ে কংগ্রেসের বক্তব্য, বিশেষ করে জনপ্রিয় '৪০ শতাংশ কমিশন'-এর অভিযোগের জবাব দিতে বিজেপির ব্যর্থতা অনেক বড় একটা পার্থক্য তৈরি করেছে কর্নাটকের জনমতের মধ্যে। কংগ্রেসের বিনামূল্যে উপহারের বিরুদ্ধে লড়াই করার চেষ্টায় গেরুয়া দল খুব দেরি করেছিল এবং এক প্রকার ব্যর্থই বলা চলে।এবারের কর্নাটকের বিধাসভা নির্বাচনে মোদী ম্যাজিকও কাজে এলোনা।ভোট গণনা শেষের দিকে ইতিমধ্যেই কংগ্রেস বড় ব্যবধানে এগিয়ে আছে সম্ভাব্য জয় নিশ্চিত কংগ্রেসের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct