মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: তৃণমূল কংগ্রেসের মাদ্রাসা শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদের নেতৃত্বে শুক্রবার এক প্রতিনিধি দল মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের প্রধান সচিবালয় নবান্নে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, বিকাশ ভবন(ডিএমই), মাদ্রাসা বোর্ড ও মাদ্রাসা সার্ভিস কমিশনে একগুচ্ছ প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন। শুক্রবারের এই কর্মসূচি নিয়ে সংগঠনের রাজ্য সভাপতি ফারহাদ জানান, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যেভাবে সার্বিক উন্নয়নের ছোঁয়া লেগেছে তা অভূতপূর্ব। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সকল সদস্যগণ রাজ্য সরকারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। রাজ্য সরকার প্রদত্ত সমস্ত প্রকল্পগুলি আধিকারিকরা অত্যন্ত দক্ষতা, দায়বদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে চলেছেন। এর জন্য সংগঠন পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে। সংগঠনের রাজ্য সভাপতি আরও জানান, রাজ্যের মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে যে প্রস্তাব গুলো আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হলো-রাজ্যের সরকারী সাহায্য প্রাপ্ত মাদ্রাসাগুলিতে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী পর্যাপ্ত না থাকার কারণে পড়াশুনো বিঘ্নিত হচ্ছে। তবে আশার বিষয় যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অত্যন্ত দ্রুততার সাথে আপডেটেড ভ্যাকান্সি সহ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, সাধারণ বদলি, বিশেষ বদলি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণের লেট অ্যাপ্রুভাল এর কারণে অনেকের যে এরিয়ার বিল দীর্ঘদিন ধরে আটকে রয়েছে তার দ্রুত সমাধান করা। রাজ্য সভাপতি সহ উপস্থিত ছিলেন ইরফান আলী বিশ্বাস, হাজী আনসার আলী, চম্পক নাগ, মনিরুল ইসলাম মোল্লা, নূরুল হক বৈদ্য, কুতুব আক্তার, সাকিলুর রহমান, রাফিনা ইয়াসমিন, নূরুল হক, মনজুর আহমেদ, আবু সুফিয়ান পাইক, শম্পা পাত্র, আব্দুল লাহিল মামুন, সওকাত হোসেন পিয়াদা, দেবতোষ বিশ্বাস, রেজাউল ইসলাম, নাজবুল ইসলাম মামুন, ইকবাল হোসেন, জাভেদ মিঁয়াদাদ, পলাশ রোম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct