আপনজন ডেস্ক: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে দেশীয় কর্মকর্তারা জানিয়েছেন। প্রাণহানী ও ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যে এরইমধ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) আটটি দল এবং ২০০ জন উদ্ধারকারী মোতায়েন হয়েছে। এনডিআরএফ কর্মকর্তা গুরমিন্দর সিং বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা শুক্রবার (১২ মে) অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আমরা এ অঞ্চলে আটটি দল এবং ২০০ উদ্ধারকারী মোতায়েন করেছি। ১০০ জনের আরেকটি উদ্ধারকারী দল প্রস্তুত আছে। তিনি বলেন, জেলে এবং ভ্রমণকারীদের রোববার পর্যন্ত মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরে না যেতে বলেছে আবহাওয়া অফিস। কর্মকর্তারা বলছেন, জরুরি সেবাগুলো যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ২৪ ঘণ্টা কাজ করছে।এ ছাড়া উত্তর-পূর্বের কিছু রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct