টপি লস্কর, বাসন্তী, আপনজন: গোসাবা বিধানসভার অন্তর্গত মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রবল জল কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। সংবিধান অনুযায়ী পানীয় জল হচ্ছে মানুষের মৌলিক একটি চাহিদা। সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। মসজিদ বাটি এলাকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এলাকার টিউবওয়েল গুলো অকেজ হয়ে পড়ে আছে পঞ্চায়েত কে জানিও কোনরকম ব্যবস্থা হয়নি পানীয় জল আনতে কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে হচ্ছে তাদের। অথচ তাদের অভিযোগ পি এইচ ই জলের মাধ্যমে জমি চাষ করছে শাসকদলের নেতা নেতৃত্বরা। এছাড়াও পঞ্চায়েতের তরফ থেকে জলের ড্রাম বসানো হয়েছে, সাধারণ মানুষের জন্য সেই ড্রামগুলিও পঞ্চায়েত সদস্যের বাড়ি অথবা নেতৃত্বদের ঘরের সামনেই বসানো হয়েছে। এভাবেই মসজিদ বাটি পঞ্চায়েতে ১০ বছরে উন্নয়নের নামে সাধারণ মানুষকে প্রতারণা করে চলেছে এলাকার প্রধান ও পঞ্চায়েতের সদস্যরা এমনটাই জানাচ্ছেন এলাকা স্থানীয় বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct