সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: উত্তরবঙ্গের পর এবার দক্ষিনবঙ্গে তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতার সফরের আগে ভাগেই বাঁকুড়ায় জোরদার প্রস্তুতি তৃণমূল শিবিরে। আগামী ১৯ এপ্রিল বাঁকুড়ার কোতুলপুরে অভিষেক ব্যানার্জীর আসার কথা। সেই সফরে অভিষেকের হাতে তুলে দেওয়া হবে ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে বঞ্চিত ও ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত শ্রমিকদের তথ্য। বাঁকুড়ার জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব গ্রামের বুথে বুথে ১০০ দিনের শ্রমিকদের দরজায় পৌঁছে ১০০ দিনের কাজের বঞ্চিতদের তালিকা প্রস্তুতির কাজ শুরু করেছে। বাঁকুড়ার কোতুলপুরে অভিষেক ব্যানার্জীর হাতে সেই ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের সেই তথ্য তুলে দেবে জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব। ১০০ দিনের কাজ বন্ধ করেছে কেন্দ্র। ১০০ দিনের কাজের শ্রমিকদের প্রাপ্য বকেয়া মজুরী আটকে রেখেছে কেন্দ্র এই অভিযোগ তুলে আগেই আন্দোলনে নেমেছে তৃণমূল। এই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে এবার সরাসরি ১০০ দিনের শ্রমিকদের কেই হাতিয়ার ঘাসফুল শিবিরের। আলিপুরদুয়ার থেকেই দলীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন দলীয় নেতাদের। অভিষেকের নির্দেশের পরেই গ্রামে গ্রামে ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া মজুরির তথ্য সংগ্রহ করছে তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়ার জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব ১০০ দিনের শ্রমিকদের দুয়ারে গিয়ে সংগ্রহ করছে সেই সব তথ্য। বকেয়া মজুরী থেকে বঞ্চিত শ্রমিকদের দিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের উদ্দেশ্যে লেখা চিঠিতে সই করছেন ১০০ দিনের শ্রমিকরা। শ্রমিকদের দাবি কাজ করেও টাকা মেলেনি সেই বকেয়া টাকা দ্রুত দেওয়ার দাবি জানানোর পাশাপাশি ১০০ দিনের প্রকল্পের কাজ শুরু করারও আবেদন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct