নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: এবার রাজ্যের প্রতিটি ব্লকে খোলা হবে ‘বাংলার শাড়ি’-র আউটলেট। বৃহস্পতিবার, ‘উৎকর্ষ বাংলা’ পর্যালোচনা বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘’বাংলার শাড়ি আউটলেটে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত শাড়ি পাওয়া যাবে। আপাতত ৩৬৫টি ব্লকে ‘বাংলার শাড়ি’-র আউটলেট খোলা হবে। কেউ ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে তাও দেবে সরকার। এই দোকানগুলিতে শুধু মাত্র বাংলারই শাড়ি থাকবে। তবে, রাজ্যে তৈরি অন্যান্য পোশাকও বিক্রি হবে। শুধু বাংলার শাড়ি নয়, বাংলার জামা কাপড় তৈরি হবে। সালোয়ার তৈরি করো, এখন তো বালুচরিও পাজামা-পাঞ্জাবি হয়, বালুচরির প্যান্ট, কোট হচ্ছে! সরকারের তরফ থেকে এক্সক্লুসিভ বাংলার শাড়ি নিয়ে দোকান দেব। বিশ্ব বাংলা যেমন এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, তেমনই দোকান হবে।’’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct