আপনজন ডেস্ক: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশ কূটনৈতিক মিশন চালুর সিদ্ধান্ত নেওয়ার পর সফরের আমন্ত্রণের খবর আসে। পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (৯ মে) সৌদি আরব ও সিরিয়ায় কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৯ মে) সৌদি আরব ও সিরিয়ায় কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর বুধবার (১০ মে) রাতে সৌদি বাদশাহর এক বার্তায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আগামী ১৯ মে সৌদি আরবের জেদ্দায় আরব লীগের ৩২তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাশার আসাদকে আনুষ্ঠানিকভাবে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বুধবার সিরিয়ায় গিয়ে বাশার আসাদের কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আমন্ত্রণ প্রসঙ্গে বাশার আসাদ জানান, জেদ্দায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলন আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct