আপনজন ডেস্ক: প্রায়ই বিভিন্ন দেশে বন্দুক হামলার ঘটনা ঘটে। কিন্তু এবার গাড়ি তৈরির কারখানায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জার্মানিতে মার্সিডিজ বেঞ্জ গাড়ি তৈরির কারখানায় বন্দুক হামলায় দুইজন নিহত। জার্মানির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি গাড়ি তৈরির কারখানায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে দুইজন নিহত এবং অন্য একজন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ টুইটারে টুইট করে জানায়, ‘বন্দুক হামলায় ২ জন মারা গেছে এবং ১ জন গুরুতর আহত হয়েছে। কারখানর বাকি কর্মচারীরা নিরাপদে আছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct