নাজিম আক্তার, চাঁচল, আপনজন: রাস্তা নাই, ভোট নাই। আগে রাস্তা তারপর ভোট। আর কোন প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে নারাজ এলাকাবাসী। একজোট হয়ে বেহাল রাস্তা সংস্কারের রাস্তার দাবীতে বিক্ষোভ। ভোট বয়কটের হুঁশিয়ারি। চাঁচল শহর থেকে ঢিলছোড়া দূরত্বে চাঁচল গ্রাম পঞ্চায়েতরই অন্তর্গত নগাছিয়া শিহিপুর গ্রামে রাস্তার বেহাল দশা। রাস্তায় নেমে একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করলো এলাকার সর্বস্তরের মানুষ। ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কট সাফ জানিয়ে দিল এলাকাবাসী। প্রশ্নের মুখে পঞ্চায়েতের ভূমিকা। তৃণমূল পরিচালিত মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে সিহিপুর -নৌগাছিয়া গ্রাম। স্বাধীনতার পরেও এখনো ওই গ্রামে স্বাভাবিকভাবে ছোঁয়া পাইনি উন্নয়নের। গ্রাম এলাকায় অনেক নেতা বদলেছে, বদলেছে নেতাদের চেয়ার। কিন্তু দশকের পর দশক ধরে নৌগাছিয়া গ্রামের রাস্তা কর্দমাক্ত, প্যাচপ্যাচে কাদার উপর পা ফেলে যাতায়াত করতে গ্রামবাসীদের। শীত হোক বা গ্রীষ্ম বর্ষা, বছরের সব ঋতুতে দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের। বেহাল রাস্তায় নয়, এলাকায় পানীয় জলের সংকট, বিদ্যুতের সংকট সহ একাধিক নাগরিক পরিষেবা থেকে বিচ্ছিন্ন গ্রামের সাধারণ মানুষ। গ্রামের হাল ফেরানোর জন্য একাধিকবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের চৌকাঠে পা রেখেছেন গ্রামবাসীরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, চাঁচল গ্রাম পঞ্চায়েত রয়েছে তৃণমূল পরিচালিত। কিন্তু নৌগাছিয়া বুথে সিপিআইএমের পঞ্চায়েত সদস্য কে ভোট দিয়ে জয়ী করানোর কারণে বঞ্চিত আমরা। এলাকায় রাস্তাঘাট বেহাল, রয়েছে পানীয় জলের যথেষ্ট সমস্যা। কিন্তু কোন কাজই হয় না। তাই আমরা গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছি এবার পঞ্চায়েত ভোট আমরা বয়কট করব। গ্রামের কেউ ভোট দিতে যাব না। বিরোধীদলের পঞ্চায়েত সদস্য থাকায় শাসকদলের পঞ্চায়েত কোন কাজ দিচ্ছে না, বঞ্চিত করে রেখেছে আমাকে। অভিযোগ করছেন ওই বুথের সিপিআইএমের পঞ্চায়েত সদস্য এসানুল হক। তৃণমূলের সদস্যদের তুলনায় তিনি কাজ পাননা। পঞ্চায়েত ভোটের মুখে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকার ঘটনা সামনে আসতেই রাজ্যের শাসক দল তৃণমূলকে একযোগে আক্রমণ সানিয়েছে বিরোধীরা। চাঁচল ১ নং মন্ডলের বিজেপির সাধারণ সম্পাদক সুমিত সরকার বলেন, বিজেপি হোক বা সিপিআইএম বিরোধী পঞ্চায়েত সদস্যদের কাজ দিচ্ছে না শাসকদলের পঞ্চায়েত। এঘটনা সব এলাকায়। পাকা রাস্তার উপরেই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে কাজ করা হচ্ছে, কিন্তু বেহাল রাস্তার হাল ফিরছেনা। চাঁচল ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক বলেন, যেখানে ওরা চুরি করতে পারবে না সেখানে ওরা কাজ দিবে না। তৃণমূলের এটাই চরিত্র। কাউকে বঞ্চনা করা হচ্ছে না, শাসক বিরোধী সবাই কাজ পাচ্ছেন, বিরোধীরা মিথ্যে অভিযোগ করছেন সাফাই মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রফিকুল হোসেনের। তিনি বলেন, রাজ্য সরকার উদ্যোগী হয়ে মালদায় একাধিক রাস্তা পাকা করেছেন। বিরোধীরা মন্তব্য করতে পারে। কিন্তু কাজ করে তৃণমূল সরকার। নৌগাছিয়ার রাস্তাটি কেন পাকা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct