আপনজন ডেস্ক: খেলোয়াড়দের অর্থ পরিশোধে অনিয়মের দায়ে জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনাকে। স্পেনের কর কর্তৃপক্ষ কাতালুনিয়ার ক্লাবটিকে ১ কোটি ৫৭ লাখ ইউরো জরিমানা করেছে, ভারতীয় মুদ্রায় যা ১৫০ কোটি ৫০ লাখ টাকার বেশি। সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে জরিমানার খবরটি দিয়েছে স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম এল কনফিডেনশিয়াল। বার্সেলোনার বিরুদ্ধে অর্থ প্রদানে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয় ২০১৯ সালে। তদন্তে ক্লাবটির ২০১৫ ও এর পরবর্তী সময়ের লেনদেন খুঁজে দেখা হয়।এল কনফিডেনশিয়ালের প্রতিবেদন বলছে, খেলোয়াড়দের অর্থ প্রদানের ক্ষেত্রে বেশ কয়েকটি অনিয়ম পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। এর মধ্যে আছে খেলোয়াড়দের অডি ব্র্যান্ডের গাড়ি সরবরাহ ও চার্টার ফ্লাইটের অর্থ পরিশোধ করেও নথিভুক্ত না করা এবং আর্দা তুরান ও অ্যালেক্স সং ক্লাব ছাড়ার পর তাঁদের চূড়ান্ত প্রদেয় অর্থের ভুল হিসাব-নিকাশ। ‘বার্সার ওপর এমন প্রচণ্ড আঘাত আর আসেনি’অর্থ প্রদানের অনিয়মের তদন্তটি চালানো হয় ‘নেগ্রেইরা মামলা’র সমান্তরালে। নেগ্রেইরা মামলা হচ্ছে বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে অর্থ প্রদান করে ম্যাচের ফল প্রভাবিত করাবিষয়ক আনুষ্ঠানিক অভিযোগ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct