আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের বিমান হামলায় গত দুই দিনে অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪২ জন। নিহতদের মধ্যে ১০ বছরের একটি মেয়েসহ চার শিশুও রয়েছে। বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল এমন অভিযান অব্যাহত রেখেছে বলে দাবি স্থানীয়দের। মঙ্গলবার ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরাইলের বিমান বাহিনী। ঐ হামলায় গোষ্ঠীটির তিন জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ১৫ জন নিহত হন। এদের মধ্যে ১০ বছর বয়সী লায়ান এমডেকসহ চারটি শিশুও রয়েছে। বুধবার অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের দুই যোদ্ধাসহ আরো পাঁচ ফিলিস্তিনি। চলতি বছর গত কয়েক মাসে অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি বাহিনীর হাতে এ পর্যন্ত ১৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct