আপনজন ডেস্ক: যুজবেন্দ্র চাহালের জন্য রেকর্ডটি নিজের করে নেওয়া ছিল সময়ের অপেক্ষা। এ রাতে ৪ উইকেট নেওয়ার পথে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার। যশস্বী জয়সোয়াল পরে গড়েছেন আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড। এই দুজনের রেকর্ডের রাতে ইডেন গার্ডেনে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে রাজস্থান। কলকাতার দেওয়া ১৫০ রানের লক্ষ্য রাজস্থান পেরিয়ে গেছে ৪১ বল ও ৯ উইকেট বাকি রেখেই। ৪৭ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংসে জয়সোয়াল মারেন ১২টি চার ও ৫টি ছক্কা। ২ চার ও ৫ ছক্কায় ২৯ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন স্যামসন।
ম্যাচটি দুই দলই শুরু করেছিল ১১ ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়ে। তবে দুই দলের গতিপথ ছিল বিপরীতমুখী—শেষ ৪ ম্যাচে ৩ জয় ছিল কলকাতার, রাজস্থান হেরেছিল শেষ ৬ ম্যাচের ৫টিতেই। রাজস্থান সে বৃত্ত থেকে বেরিয়ে এল, আর প্লে-অফে যাওয়ার সমীকরণটা এমন হারে কঠিন হয়ে উঠল কলকাতার। বোলিংয়ে যা লড়াইয়ের সুযোগ, সেটি যেন আজ প্রথম ওভারেই হারিয়ে ফেলে কলকাতা। প্রথম ওভার করতে এসেছিলেন অধিনায়ক নীতিশ রানা, জয়সোয়াল সে ওভারে একাই তোলেন ২৬ রান। ৩ ওভার শেষে রাজস্থানের দলীয় রান গিয়ে দাঁড়ায় ৫৪-তে, সে সময়ের মধ্যে ১৩ বলে ফিফটি হয়ে যায় জয়সোয়ালের। আইপিএলের রেকর্ডটি গড়লেও স্বীকৃত টি-টোয়েন্টিতে যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফটির রেকর্ডটি ১ বলের জন্য ভাঙা হয়নি তাঁর। এর মধ্যে কোনো রান না করে রানআউট হয়ে ফেরেন বাটলার, তবে জয়সোয়ালের তাতে কিছু যায় আসেনি। তিনে নামা অধিনায়ক স্যামসন তাঁর প্রথম ১০ বলে করেন ১২ রান, তবে রাজস্থান পাওয়ারপ্লেতে ঠিকই তোলে ৭৮ রান। ১৬ রানে ব্যাটিং করার সময় স্যামসনের সহজ ক্যাচ ফেলেন সুনীল নারাইন, রাতে কলকাতার চিত্রটা ফুটে ওঠে যেন তাতেই। ধীরে শুরু করা স্যামসন লাফ দেন অনুকূল রায়ের করা ১১তম ওভারে তিন ছক্কা মেরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct