আপনজন ডেস্ক: শিবসেনায় ভাঙন ধরিয়ে গড়ে তোলা মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার টিকে গেল। তবে ওই সরকার গড়তে বিজেপি নিযুক্ত রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা ‘ভুল’ ছিল। রাজ্যপালের কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, রাজ্যপাল যার ভিত্তিতে মনে করেছিলেন শিবসেনায় বিদ্রোহের ফলে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, তা ঠিক ছিল না। তাঁর কাছে কোনো প্রমাণ ছিল না। তাঁর সিদ্ধান্তও আইনমাফিক হয়নি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ বৃহস্পতিবার এ মামলার রায়ে বলেন, বিধানসভায় শক্তি পরীক্ষায় না গিয়ে উদ্ধব ঠাকরে আগেই মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছিলেন। তা না করলে তাঁকে তাঁর সরকার ফিরিয়ে দেওয়া যেত। উদ্ধবের বিরুদ্ধে শিন্ডেসহ যে ১৬ বিধায়ক বিদ্রোহ করেছিলেন, তাঁদের সদস্য পদ খারিজে সম্মত হননি সুপ্রিম কোর্ট। আইন অনুযায়ী তা করলে উদ্ধব ক্ষমতা ফেরত পেতে পারতেন। সুপ্রিম কোর্ট বলেন, বৃহত্তর সাংবিধানিক বেঞ্চ তা না করলে সেই দায়িত্ব স্পিকারের ওপরেই বর্তাবে। যে স্পিকারের ওপর অনাস্থা প্রকাশ করা হয়েছে, তিনি সদস্য পদ–সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত কি না, তা বিবেচনার ভারও বৃহত্তর বেঞ্চের ওপর ছেড়ে দিয়েছেন। শিন্ডে সরকার টিকে গেলেও যেভাবে সেই সরকার গঠিত হয় এবং তা করতে তৎকালীন রাজ্যপাল কোশিয়ারির ভূমিকা নিয়ে সর্বোচ্চ আদালত কড়া সমালোচনা করেছেন। তাই এই সরকারের বৈধতা নিয়ে নীতিগত প্রশ্ন উঠে গেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct