আপনজন ডেস্ক: ইঞ্জিয়ারিং পাঠক্রমের মতো ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে বৈঠক চলা কালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন ইঞ্জিয়ারিং পাঠক্রমের মতো ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালুর কথা। এতে রোগী ও চিকিৎসকের অনুপাতের ঘাটতি যেমন কমবে তেমনই ডিপ্লোমা করা চিকিৎসকদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও কাজে লাগানো যাবে। তিনি এদিন আরো বলেন যে আমাদের রাজ্যে ডাক্তারের যথেষ্ট ঘাটতি রয়েছে। আর এই জন্য সবচেয়ে বেশি অসুবিধায় পরে জেলার মানুষ। কারণ জেলা হাসপাতালগুলিতে ডাক্তারের যথেষ্ট ঘাটতি আছে। এর আগেও প্রায়ই এই ডাক্তারের ঘাটতির কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এই ঘাটতি পূরণে বাড়ানা হয়েছে ডাক্তারি পাঠের আসন সংখ্যা। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। কারণ অনেকেই ডাক্তারি পাস করার পর এ রাজ্যে থাকছেন না। ফলে কোনো লাভ হচ্ছে না। এ নিয়ে কথা বলতে গিয়ে মমতা বৈঠকে উপস্থিত আমলাদের উদ্দেশে বলেন, ’অনেক নতুন হাসপাতাল হচ্ছে, কিন্তু সেখানে ডাক্তার নেই, নার্স নেই। ইঞ্জিনিয়ারদের মতো ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না তোমরা খতিয়ে দেখ। তাহলে অনেক ছেলে-মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সের সুযোগ পাবে। মুখ্যমন্ত্রীর বলেন ‘এতে পাঁচ বছর ধরে প্রশিক্ষণে আমরা যে অরিজিনাল ডাক্তার পাচ্ছি, তাদের অনেকটা সময় চলে যাচ্ছে যাচ্ছে। পড়াশোনা করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু যেহেতু হাসপাতাল বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে, বেড বাড়ছে সেই হিসাবে ডাক্তার বাড়ছে না। যদি সমান্তরালভাবে একটি ডিপ্লোমা কোর্স করে অন্তত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে তাদের কাজে লাগানো যায়, তাহলে মনে হয় ভাল হবে। শুধু তাই নয় তিন, চার জনের একটি কমিটি গঠন করে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী আমলাদের বলেছেন। উচ্চ পদস্থ আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাজ্যে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচিত হয়েছে। অনেকের মতে ডাক্তারিতে ডিপ্লোমা পাস করে কি হাফ ডাক্তার হবে। মমতার এই বক্তব্য চিকিৎসক মহলেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা এই ডিপ্লোমায় ডাক্তারির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, কেবলমাত্র চিকিৎসকের সংখ্যা কম, সেই কথা বলে ডিপ্লোমা কোর্স চালু করে ডাক্তার তৈরির প্রস্তাবের তুলনায় কেন চিকিৎসকের সংখ্যা কম, কেন চিকিৎসকরা ছেড়ে চলে যাচ্ছেন, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ডিপ্লোমা কোর্স ডাক্তারির মত একটা গুরুত্বপূর্ণ পড়াশোনা পাঠক্রমে চালু না করাই ভালো। এই ধরনের কোর্স আদতে কতটা সুবিধাজনক হবে তা যথেষ্ট সন্ধিহান। তাদের মতে অন্য কোনো রাজ্যেও এই ধরনের কোনো ডিপ্লোমা কোর্স নেই। অন্যদিকে মমতার এই বক্তব্যের পক্ষেও অনেকে বলেন মুখ্যমন্ত্রী নিশ্চয় যা ভাবেন বা করেন ভালোর জন্যই করেন। তবে তা কতটা যুক্তযুক্ত হবে তা অবশ্যই আলোচনা সাপেক্ষ। চিকিৎসক সংগঠন গুলিও মমতার এই ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়টির যথেষ্ট বিরোধিতা করে এবং তাদের মতে রাজ্যে ডাক্তারের সংখ্যা কেন কম এবং কেনোই বা তারা এ রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাচ্ছে সেই বিষয় গুলি গুরুত্ব দেওয়া প্রয়োজন সেই জায়গায় ডাক্তারের ঘাটতি পূরণে ডিপ্লোমা কোর্স চালু করা কখনোই সঠিক সিদ্ধান্ত নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct