অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেলস্টেশন থেকে ছুটবে ইলেকট্রিক ট্রেন। নয়া এই ব্যবস্থা চালু হওয়ার কথা চাউর হতেই খুশির জোয়ার জেলা জুড়ে। ইতিমধ্যে, একলাখি-বালুরঘাট রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রস্তুতি খতিয়ে দেখছেন উত্তর -পূর্ব সীমান্ত রেলের ডিআরএম। আগামীকাল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম কর্নেল শুভেন্দু চৌধুরী এর উপস্থিতিতে প্রথম বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন ইলেকট্রিক ইঞ্জিন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে। আগামী দিনে বালুরঘাট থেকে চলা প্রত্যেকটি ট্রেন ইলেকট্রিক ইঞ্জিনের হবে বলেই জানা গিয়েছে।এ বিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, আগামীকাল সাড়ে বারোটা নাগাদ আমার এবং ডিআরএমের উপস্থিতিতে বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ইলেকট্রিক ইঞ্জিন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে। এটা আমাদের জেলার জন্য বিরাট প্রাপ্তি।এ বিষয়ে একলাখী বালুরঘাট রেল উন্নয়ন কমিটির অন্যতম সদস্য অসীম তপস্বী জানান, আগামীকাল বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন ইলেকট্রিক ইঞ্জিন এর মাধ্যমে পথ চলা শুরু করবে। পরবর্তীতে সমস্ত ট্রেন ইলেকট্রিক ইঞ্জিন এর মাধ্যমে চলবে। ইলেকট্রিক ইঞ্জিন এর মাধ্যমে ট্রেন চলাচল করার ফলে গন্তব্যস্থলে পৌঁছতে সময় অনেকটা কম লাগবে। এতে আমরা খুবই খুশি। এছাড়াও সিক লাইন, পিট লাইনের কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে। এর ফলে দূরপাল্লার ট্রেন বালুরঘাট থেকে পরবর্তীতে চলাচল করতে পারবে।দীর্ঘদিনের আন্দোলনের ফল আমরা পেয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct