রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: ঈদের আনন্দ কাটিয়ে ফের ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক শ্রমিকের। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। মৃত ওই শ্রমিকের নাম বাদশা শেখ(২৬)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার অরঙ্গাবাদ-১ গ্রাম পঞ্চায়েতের সেলিমপুর গ্রামে।জানা গিয়েছে, ঈদ কাটিয়ে সোমবার উড়িষ্যার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন অরঙ্গাবাদ-১ গ্রাম পঞ্চায়েতের সেলিমপুর গ্রামের বাদশা শেখ। বাড়িতে এক সন্তান এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই গ্রামের আরো পাঁচজন যুবকের সঙ্গেই কাজে যাচ্ছিলেন তিনি। নিমতিতা থেকে হাওড়া এবং পরবর্তীতে হাওড়া স্টেশন থেকে সম্বলপুর এক্সপ্রেস ধরে উড়িষ্যার সম্বলপুর যাচ্ছিলেন তারা। কিন্তু দারিদ্রতার কারনে রিজার্ভ টিকিট কাটতে না পেরে লোকাল বগিতেই যাচ্ছিলেন বাদশা শেখ। অত্যাধিক ভিড়ের চাপে কার্যত ট্রেনের দরজায় বসে যাচ্ছিলেন তিনি। সেসময় ঝাড়গ্রাম এবং চাকুলিয়া স্টেশনের মাঝামাঝি জায়গায় অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে যায় বাদশা শেখ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই কার্যত কান্নার রোল পরিবারে। মৃত যুবকের আত্মীয় রোজিনা বেগম জানান, রাজমিস্ত্রি কাজ করতে যাওয়ার সময় আমরা খবর পায় চলন্ত ট্রেন থেকে পরে গেছে বাদশা। দীর্ঘক্ষন পর আমরা খোঁজ পেয়েই দেহ নিয়ে আসার বন্দোবস্ত করি। বাদশার আকমসিক মৃত্যুতে আমরা স্তম্ভিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct