আপনজন ডেস্ক: এর আগে বিভিন্ন দেশে প্রায়ই বন্দুক হামলার মতো ঘটনা ঘটে। কিন্তু তিউনিসিয়ায় এই প্রথম কোনো বন্দুক হামলার ঘটনা ঘটে। এই হামলায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিউনিসিয়ার বিখ্যাত সিনাগগে মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তার চালানো বন্দুক হামলায় ইহুদিদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া দুই উপাসক এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার খবর নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় জানায়, জেরবা দ্বীপের ঘরিবা সিনাগগে এ হামলায় আরো চার দর্শনার্থী এবং পাঁচ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। পরে সেখানে পাল্টা অভিযানে ঐ হামলাকারীও নিহত হন। এক বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত দুই উপাসকের পরিচয় পেয়েছে। তাদের একজন তিউনিসিয়ার নাগরিক। তার বয়স আনুমানিক ৩০ বছর। অপরজন ফরাসি নাগরিক। তার বয়স ৪২ বছর। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাম প্রকাশ করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারী প্রথমে একজন সহকর্মীকে গুলি করে হত্যা করে এবং তার অস্ত্র নেওয়ার পর এ হামলা চালানো হয়। সহকর্মীর অস্ত্র নেওয়ার পর সে আফ্রিকার প্রাচীনতম বিখ্যাত স্থান ঘরিবা সিনাগগে যান। ইহুদিদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে সেখানে শত শত মানুষ জড়ো হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct