আপনজন ডেস্ক: উনিশতম ওভারের তৃতীয় বলে খলিল আহমেদের স্লোয়ার ডেলিভারিকে যেভাবে পুল শটে মিড উইকেট দিয়ে বাউন্ডারি পার করালেন, ষষ্ঠ বলে উড়িয়ে দিলেন সোজা বোলারের মাথার ওপর দিয়ে—কে বলবে এই ব্যাটসম্যান হাঁটুর চোট নিয়ে খেলছেন?নামটা যখন মহেন্দ্র সিং ধোনি, তখন এটিই হয়তো স্বাভাবিক। মাস দুয়েক পর বয়স ৪২ পূর্ণ হতে যাওয়া ধোনি আরও একবার দেখালেন, কেন তিনি ‘ফিনিশার ধোনি’। আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ধোনির ওই শেষের ঝলকেই দেড় শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে চেন্নাই সুপার কিংস। যে রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নারের দল হেরে গেছে ২৭ রানে।
এ জয়ে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্লে-অফ দৌড়ের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে চেন্নাই। ১০ ম্যাচে ৮ পয়েন্ট সবার নিচে দিল্লি।আগে ব্যাট করা চেন্নাইয়ের হয়ে ধোনি ব্যাটিংয়ে নামেন ১৭তম ওভারে। চিপকের ধীর গতির উইকেটে রান তুলতে তখন হিমশিম অবস্থা। প্রথম তিন বলে ১ রান তুলতে পারা ধোনি হাত খোলেন উনিশতম ওভারে। বাঁহাতি পেসার খলিলের পাঁচ বল থেকে দুটি ছয়, ১টি চার ও একটি করে ডাবল ও সিঙ্গেল মিলিয়ে ১৯ রান নেন।১৪০-৫০ রানের মধ্যে আটকে যাওয়ার শঙ্কায় থাকা চেন্নাই ক্ষণিকে দেড় শ পেরিয়ে যায়। মিচেল মার্শের করা শেষ ওভারে লং-অনে ওয়ার্নারকে ক্যাচ দেওয়ার আগে ৯ বলে ২০ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলে যান ধোনি। চেন্নাই পেয়ে যায় ৮ উইকেটে ১৬৭ রানের পুঁজি।রান তাড়ায় নেমে দীপক চাহার, রবীন্দ্র জাদেজা আর মাথিশা পাথিরানাদের বৈচিত্র্যময় আক্রমণে ভুগে ৮ উইকেটে ১৪০ রানে আটকে যায় দিল্লির ইনিংস। পাথিরানা ৩৭ রানে ৩টি, চাহার ২৮ রানে ২টি উইকেট নেন।দিল্লির হয়ে শেষ দিকে কেউ ‘ফিনিশার ধোনি’ হয়ে উঠতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়ে দিল্লি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct