আপনজন ডেস্ক: অবশেষে বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এলো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ। টুইটে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ১৯ মে, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। ওইদিন সকাল ১০ টায় ফল প্রকাশ করা হবে। এরপর বেলা ১২ থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন। ৪ঠা মার্চ পরীক্ষা শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যশিক্ষা পর্ষদ নোটিস দিয়ে জানিয়ে দেয় ফল প্রকাশের নির্দিষ্ট দিন। ১৯ মে বেলা ১২ টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। ২০২৩ সালে দশম শ্রেণির পরীক্ষার জন্য মোট ৬, ৯৮, ৬২৮ জন শিক্ষার্থী রেজিষ্টার করেছিল। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যেই প্রকাশিত হয় যাচ্ছে ফলাফল। ১৯ মে মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট এ দেখা যাবে ফল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct