আপনজন ডেস্ক: কর্নাটক বিধানসভার ভোটগ্রহণ বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬৫.৬৯ শতাংশ। ভোট শেষ হওয়ার পর সন্ধ্যায় বেশ কয়েকটি মিডিয়া ও সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতে ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস মিললেও একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস তবে আজতাক এর সমীক্ষায় দেওয়া হয়েছে কংগ্রেস একাই ১২২- ১৪০ আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। আর২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় বিজেপি পেতে পারে ৬২-৮০ টি আসন, জেডি এস ২০-২৫ এছাড়া অন্যান্যরা ৩টি আসন। ইন্ডিয়া টিভি -সি এন এক্স তাদের সমীক্ষায় কংগ্রেস ১১০-১২০ টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ৮০-৯০। আর জিডি এস ২০-২৪। প্রাক ভোট সমীক্ষায় এবিপি নিউজ সি ভোটার কংগ্রেস বড় ব্যবধানে জয়ী হবে বলে আভাস দিয়েছিল। তাদের বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে কংগ্রেস পেতে পারে ১০০-১১২ টি আসন। বিজেপি ৮৩-৯৫, আর জিডি এস ২১-২৯ টি। এছাড়া অন্যান্যরা ২-৬ টি আসন পেতে পারে। উল্লেখ্য ২২৪ টি আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় সরকার গড়তে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার হল ১১৩। টাইমস নাও - ই টি জি তাদের বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসকে ম্যাজিক ফিগার ১১৩ টি দিয়েছে। আর বিজেপি কে দিয়েছে ৮৫। আর জে ডি এস ২৩ ও অন্যান্য ৩। রিপাবলিক টিভি পি মার্ক সমীক্ষায় কংগ্রেসকে একক বৃহত্তম দল হিসাবে দেখানো হয়েছে। রিপাবলিক টিভির সমীক্ষা বলছে কংগ্রেস পেতে পারে ৯৪-১০৮ টি। বিজেপি পেতে পারে ৮৫-১০০। জে ডি এস ২৪-৩২ টি ও অন্যান্যরা ২-৬ টি আসন। তবে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কর্নাটক বিধানসভা ত্রিশঙ্কুর দিকে ঝুঁকে যাচ্ছে। সেক্ষেত্রে ক্রিয়ানোকের ভূমিকা নিতে পারে জে ডি এস। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও জে ডি এস ক্ষমতায় থাকলেও বিজেপি বেশ কয়েকজন কংগ্রেস ও জে ডি এস বিধায়কদের ঘোড়া কেনা বেচার মাধ্যমে সেই সরকার ভেঙ্গে নিজেরা ক্ষমতা দখল করে। তবে বুথ ফেরত সমীক্ষায় ফল যেহেতু চূড়ান্ত নয় তাই ১৩ ই মে ভোট গণনার উপর নির্ভর করছে কর্নাটকে কারা সরকার গড়বে। যদিও বিশেষজ্ঞ মহল বলছে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও বিজেপি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে ক্ষমতা ধরে রাখার সেক্ষেত্রে ঘোড়া কেনা বেচা বা জে ডি এস এর সাথে জোট করে সরকার গঠন করা ছাড়া কোনো উপায় নেই। তবে কার ভাগ্যে শিকে ছিরবে তার জন্য অপেক্ষা করতে হবে ১৩ ই মে পর্যন্ত। আর কংগ্রেস যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কর্নাটকে সরকার গড়তে পারে সেক্ষেত্রে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিরাট পরিবর্তন এর ইঙ্গিত দেবে।
উল্লেখ্য কর্নাটকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২২৪ সদস্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে মাত্র এক ঘণ্টা বাকি থাকতেই রামনগরে সর্বাধিক ৭৮.২২ শতাংশ ভোট পড়েছে এবং সর্বনিম্ন ভোট পড়েছে ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিক (বিবিএমপি) দক্ষিণ সীমানায় (বেঙ্গালুরু শহরের কিছু অংশ) ৪৮.৬৩ শতাংশ। রাজ্যে প্রধানত ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জনতা দল (সেকুলার) এর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। রাজ্যজুড়ে মোট ৫৮, ৫৪৫ টি ভোটকেন্দ্রে মোট ৫.৩১ কোটি ভোটার তাদের মধ্যে ভোট দেওয়ার যোগ্য, যেখানে মোট ২, ৬১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কর্নাটকে ভোট শেষ হয়েছে, প্রায় ৬৬শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে বেশ কিছু স্থানে সহিংসতা, ইভিএম প্রতিস্থাপনের গুজবে মেশিন এবং যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ। কর্নাটকে প্রথমবারের মতো,৯৪০০০ জনেরও বেশি প্রবীণ নাগরিক এবং ভিন্নভাবে সক্ষম বাড়ি থেকে ভোট দিয়েছেন।ভোটের সময় তিনটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct