রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: সামনে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ভোট প্রচারে নেমে পড়েছে শাসক ও বিরোধী রাজনৈতিক দল। তুলনামূলকভাবে জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচির মধ্যে দিয়ে পাহাড় থেকে সমতল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ও স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচন করার লক্ষ্যে প্রচার অভিযান চলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অন্যতম শাখা সংগঠন তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের পক্ষ থেকে বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মী সম্মেলন ও মিছিলের মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করে। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি টিংকু মজুমদারের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ও ১০০ দিনের বকেয়া টাকা, জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি, সংবিধান বিরোধী NRC এবং CAA এর বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত থেকে ৫৬বি রুইয়া বাসস্ট্যান্ড পর্যন্ত এক প্রতিবাদী পদযাত্রা ও পথসভা আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদী পদযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার ও খড়দহ বিধানসভা বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ভোলানাথ বিশ্বাস, প্রবীর রাজবংশী, বিধান চৌধুরী, লোকনাথ মল্লিক, বিশ্বজিৎ বোস, রনজিৎ ধড়, ইন্দ্রজিত রায়, সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। রঞ্জিত সরকার বলেন “যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আছে ততদিন বাংলার উদ্বাস্তু ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct