সেখ রিয়াজউদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: মঙ্গলবার ছিল ২৫ বৈশাখ। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই রাঙামাটি বীরভূমে নবজোয়ার কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচি ঘিরে জেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বেশ কয়েকদিন যাবৎ ব্যাতিব্যস্ত হয়ে ওঠে। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী বীরভূম জেলার নলহাটি এলাকা দিয়ে নবজোয়ার কর্মসূচির শুভসূচনা করলেন অভিষেক ব্যানার্জী। এনিয়ে শুধু কর্মীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও প্রবল উৎসাহ তৈরি হয়েছিল। ইতিমধ্যেই বীরভূম জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে লাগানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। কর্মীদের মধ্যেও উৎসাহিত বোধ করতে দেখা যায়। কারণ গণতান্ত্রিক ভাবে প্রার্থী বাছাইয়ের সুযোগ করে দিয়েছেন তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন মুর্শিদাবাদ জেলা থেকে রওনা হয়ে আজ মঙ্গলবার বিকেলে লোহাপুর দিয়ে বীরভূমে প্রবেশ করেন। আগামী তিন দিনের মধ্যে বীরভূম চষে ফেলবেন তিনি, দলীয় ভাবে সেইরকম সফরসূচি রয়েছে বলে জানা যায়। আজ ২৫ শে বৈশাখ দিনটির বিশেষ তাৎপর্য এই জেলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বজুড়ে নাম। ঘটনাক্রমে আজ রবীন্দ্রজয়ন্তী। এ উপলক্ষে দিনভর গোটা বাংলা জুড়ে নানান অনুষ্ঠান, কর্মসূচি। সরকারি বেসরকারি ভাবে রয়েছে নানান অনুষ্ঠান। অনুরূপ নবজোয়ার কর্মসূচির ১৫ তম দিনে বীরভূমে আগমন এবং স্বাগত অনুষ্ঠান লোহাপুর মোড় এরপর রবীন্দ্রজয়ন্তী উদযাপন নলহাটি গ্রাউন্ডে অংশগ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ শে বৈশাখ পবিত্র দিনে কবি গুরুর জন্ম দিবসে, রবি ঠাকুরের এই মাটিতে আপনাদের সাথে দেখা হবে। এই ভাবে শুরু করলেন জনসংযোগ বার্তা। বিশ্বভারতী স্থাপন সহ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন অভিষেক ব্যানার্জী। তিনি বলেন গোটা পশ্চিম বঙ্গে ৩৩৪৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের মতামত নিতে এসেছি। ভোটের প্রচার বা ভোট চাইতে আসিনি। যোগ্য ব্যাক্তিকে যোগ্য পদে বসানো আপনাদের মতামতের ভিত্তিতে। তিনি আরও বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহাকে গ্রেফতার কেন করা হবে না ? জিজ্ঞাসাবাদ কেন করা হবে না?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct