আপনজন ডেস্ক: ৯ বছর পর কোপা দেল রে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারায় লস ব্লাঙ্কোরা। জোড়া গোলে রিয়ালকে ট্রফি উপহার দেন রদ্রিগো। জয়ের নায়কের খুশি অবশ্য ম্লান হয়ে যায় ম্যাচ শেষে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানতে পারেন, ম্যাচ চলাকালে তার বাড়িতে ডাকাতি হয়। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, শনিবার রাতে কোপা দেল রে’র ফাইনাল চলকালে মাদ্রিদের লা মোরালেহাতে রদ্রিগোর বাড়িতে চুরি হয়েছে। বাবা-মাকে নিয়ে ওই বাড়িতে থাকেন রদ্রিগো। তারাও ফাইনাল ম্যাচ দেখতে সেভিয়ায় গিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবকিছু দেখে এসেছে। বাড়ির কয়েকটি কক্ষ তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। কিন্তু তারা কিছু নিতে পেরেছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি রদ্রিগো। মার্কা জানিয়েছে, দুষ্কৃতিকারীদের খুঁজছে মাদ্রিদ পুলিশ। তদন্তকারী টিম রদ্রিগোর বাড়ি থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ইউরোপে খেলোয়াড়দের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। গত বছর রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ও দানি কারভাহালের বাড়িতেও ডাকাতি হয়। এ ছাড়া স্পেনে বিভিন্ন সময়ে চুরির শিকার হয়েছেন বার্সেলোনার সাবেক-বর্তমান বেশ কয়েকজন খেলোয়াড়। কয়েক মাস আগে কায়রোতে মোহাম্মদ সালাহর বাড়িতে চুরি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct