আপনজন ডেস্ক: দুই মাস আগে ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’-এর উদ্বোধন হয়। এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দাতব্য প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। রোববার লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে গালা ডিনারে ক্যান্সার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও টাইগার অধিনায়ক সাকিব। গত ২৪শে মার্চ নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকার হোটেলে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের উদ্বোধন করেন সাকিব। বাংলাদেশে ক্যান্সার রোগীদের মধ্যে সচেতনতা তৈরি এবং তাদের চিকিৎসা সহায়তার জন্য টাইগার অলরাউন্ডারের এই মহৎ উদ্যোগ। লন্ডনের অনুষ্ঠানে সাকিব ক্যান্সার ফাউন্ডেশনের জন্য যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যতে তিনি বলেন, ‘এই ফাউন্ডেশনের অগ্রগতিতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সকলের কথা শুনে যদিও এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জন্য ভালো কিছু করব। আমরা সবাই আমাদের লক্ষ্য সম্পর্কে অবগত আছি। আমরা সবাই জানি, এই পথ চলায় আমাদের অনেক কঠিন সময় পাড় করতে হবে। তাই সকলের সাহায্য প্রয়োজন। আশা করি, সকলেই বিভিন্ন পদ্ধতিতে আমাদের পাশে থাকবেন। ’
অনুষ্ঠানটিতে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ভিডিও বার্তা দেখানো হয়। সেখানে তিনি ক্যান্সারে নিজের বাবা-মা হারানোর কথা বলেন। শিশির বলেন, ‘আমরা চাইলে আমাদের চারপাশের ক্যান্সার আক্রান্ত রোগীদের বাঁচাতে পারি। আমি খুবই খুশি এই সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে, যে সংগঠনটি খুব কাছ থেকে ক্যান্সার রোগীদের জন্য কাজ করবে। ’ অনুষ্ঠানটির সমন্বয়ক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাফী খান গণমাধ্যমকে বলেন, ‘গত ২৪শে মার্চ সাকিব আল হাসানের জন্মদিনে ক্যান্সার ফাউন্ডেশনের উদ্বোধনের পর এটিই আমাদের প্রথম আয়োজন। প্রবাসীদের মধ্যে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের বার্তা পৌছে দিতে চাই আমরা। লন্ডনে চ্যারিটি রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিষ্ট্রেশন এবং অন্যান্য আনুষঙ্গিকতা শেষ করে আমরা ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করব। ’এক বছর আগে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের নিবন্ধন করা হয়। প্রতিষ্ঠানটির সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম, জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ও বর্র্তমান বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক, জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ, ক্রিকেটার মো. নাসিরুল ইসলাম ও প্রয়াম মোশাররফ হোসেন রুবেল। গত বছর মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান জাতীয় দলের সাবেক স্পিনার রুবেল। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ও জাতীয় দলের সাবেক কোচ সারওয়ার ইমরান এই ফাউন্ডেশনের দু’ঝন গুরুত্বপূর্ণ সদস্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct