আপনজন ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’ ফিল্মটি কিছু রাজ্যে করমুক্ত হয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গ ছবিটির মুক্তি নিষিদ্ধ করার প্রথম রাজ্য হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সরকার সোমবার এক বিবৃতিতে বলেছে, “বিদ্বেষ ও সহিংসতার কোনো ঘটনা এড়াতে এবং রাজ্যে শান্তি বজায় রাখতে মুখ্যমন্ত্রী অবিলম্বে দ্য কেরালা স্টোরির প্রদর্শন নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। ” নিষেধাজ্ঞা অমান্য করলে কোনো সিনেমা হলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপের পর বড় পদক্ষেপ নিলেন ‘দ্য কেরালা স্টোরি’ ছবির নির্মাতা বিপুল শাহ। বাংলা সরকারের ফিল্মের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি। ছবিটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে আগেই বিবৃতি দিয়েছিলেন তিনি। এখন দেখার বিষয় হল বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গে প্রদর্শনের অনুমতি পায় কি না, নাকি ভিপল শাহ আদালত থেকে ধাক্কা পান। উল্লেখ্য, গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’ ছবির স্ক্রিপ্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার একটি প্রেস কনফারেন্সের সময়, তিনি অভিযোগ করেন যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সমাজের একটি অংশকে অপমান করার জন্য তৈরি করা হয়েছিল, অন্যদিকে ‘দ্য কেরালা স্টোরি’ একটি অশ্লীল চলচ্চিত্র যা দক্ষিণ রাজ্যের মানহানি করার লক্ষ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct