আপনজন ডেস্ক: রবীন্দ্র-জয়ন্তীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর নাম আনলেন না মুখে। মঙ্গলবার ধনধান্য স্টেডিয়ামে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে তিনি বলেন, রবি বন্দনা করা উচিৎ হৃদয় দিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আমাদের শপথ নেওয়ার পালা। তাই রবি ঠাকুরের আদর্শ থেকে যেন না বিচ্যুতি হয়।’ তার সাবধান বার্তা, নির্বাচনের প্রয়োজনে ৫ টাকায় কাউকে কিনতে পাওয়া যায়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা যায় বলে কেউ কেউ মনে করেন। নাড্ডাকে তার কটাক্ষ, টেলিপ্রম্পটার দেখে অনেকেই অনেক কিছু বলেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে নাড্ডা বলেছিলেন, শান্তিনিকেতনে কবিগুরুর জন্মস্থান। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই ইস্যুতেই নাড্ডাকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রবি ঠাকুর মানে নবজাগরণ। তাঁর আদর্শ মানে বিভেদের বিরুদ্ধে। বলেন, তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে সেই নেতৃত্ব রাজনৈতিক না হলেও অনেক বেশি শক্তিশালী। কলম-লেখা-ভাষা-গান, সুর অনেক শক্তিশালী বলে মুখ্যমন্ত্রীর আবেদন, সব ভাষা শিখুন তবে নিজের ভাষা, জন্মভূমি, বাংলার স্মরণীয় ব্যক্তিত্বদের ভুলে নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct