মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে একটি অন্যধরণের কর্মসূচি পালন করলো স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান ওয়েভ। কলকাতার পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় বর্ধমান লায়ন্স ক্লাবে এদিন চেক আপ ও সচেতনতা শিবির করা হয়। এদিন দুটি উপস্থিত ছিলেন ডেপুটি সি এম ও এইচ(২) সুবর্ণ গোস্বামী, বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: কৌস্তুভ নায়েক; বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা: তাপস ঘোষ; কাউন্সিলর স্বীকৃতি হাজরা; সমাজসেবী সন্দীপন সরকার। সভাপতি পার্থ চৌধুরী বলেন, এদিন কীভাবে ক্যান্সার প্রতিরোধ করা যায় এবং থ্যালাসেমিয়াকে কীভাবেই বা রোখা যায় তা নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা: রাজীব ভট্টাচার্য ; ডা: অমিত মন্ডল। উদ্যোক্তাদের তরফে অনির্বাণ হাজরা ও সপ্তর্ষি ঘোষ বলেন, বর্ধমান ওয়েভের পক্ষ থেকে জানান হয়েছে; মহিলাদের ক্যান্সার একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাই থ্যালাসেমিয়া দিন পালনের পাশাপাশি, এই বিষয় নিয়েও আলোচনা এবং পরীক্ষা করান হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct