রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: মুর্শিদাবাদে গোষ্ঠী কোন্দল যে দীর্ঘদিন ধরে রয়েই গেছে কার্যত স্বীকার করে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ‘নবজোয়ার’ এবং ‘জনসংযোগ যাত্রা’ কর্মসূচি পালন করার জন্য গত চার দিন ধরে মুর্শিদাবাদ জেলায় রয়েছেন অভিষেক ব্যানার্জি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলে কোনওরকম গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না বলে সোমবার বহরপুরে কর্মসুচির আগে একটি সাংগঠনিক বৈঠকে কড়া ভাষায় বার্তা দেন। সূত্রের খবর ওই বৈঠকে উঠে আসে সাংগঠনিক জেলায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কথা। বৈঠক উপস্থিত নেতারা জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার তিনটি আসন দখল করার পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ এবং আন্তরিকভাবে পঞ্চায়েত ভোটে লড়াই করার নির্দেশ দিয়েছেন অভিষেক। এরপর দুটো পর সোমবার নবগ্রামের ভোলাডাঙা ফুটবল ময়দানে সভা করেন তিনি। সেখানে অভিষেকের বক্তব্য, বাংলার প্রাপ্য কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। মানুষ আওয়াজ তুললে সেই টাকা কোনও সরকারই আটকে রাখতে পারে না। তাই, নিজেদের স্বার্থেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান অভিষেক। সেখান থেকে খড়গ্রামে চায়ের কাপে আলতামাস কবীরের বাড়ি পরিণত হয়েছিল এক মিলনক্ষেত্রে। সেখানে স্থানীয় সমস্যা, অভাব-অভিযোগ নিয়ে হয় আলোচনা। বিকেল ৫ নাগাদ কান্দির জীবন্তিতে অভিষেকের রোড শোতে দেখা গেল জন জোয়ার। উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, ভরতপুর বিধায়ক হুমায়ুন কবীর, সভানেত্রী শাওনি সিংহ রায়, জঙ্গীপুরীরের সাংসদ খলিলুর রহমান কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাগবুল হোসেন প্রমুখ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct