সামাজিক পরিবেশে আমাদের ব্যবহারের যেকোনো অযোগ্য, বাতিল, অপ্রয়োজনীয় উপকরণই হল বর্জ্য পদার্থ। পরিবেশের অবক্ষয়ে প্রকৃতিগতভাবে কঠিন, তরল, গ্যাসীয় তিন ধরনের বর্জ্য পদার্থই প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত বর্তমান সময়ে শহরাঞ্চলগুলোতে কঠিন বর্জ্য র পরিমাণ যথেচ্ছ হারে বৃদ্ধি পেয়েছে। দেশের নগর এবং শহরগুলোতে যেভাবে দিন দিন বহুতল ফ্ল্যাটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাতে করে আগামী দিনে ভূ গর্ভস্থ জল সংকটের পাশাপাশি মনুষ্য ব্যবহৃত বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে আস্ত একখানি ছোটখাটো পাহাড়ের আকার ধারণ করতে পারে। লিখেছেন সজল মজুমদার।
সামাজিক পরিবেশে আমাদের ব্যবহারের যেকোনো অযোগ্য, বাতিল, অপ্রয়োজনীয় উপকরণই হল বর্জ্য পদার্থ। পরিবেশের অবক্ষয়ে প্রকৃতিগতভাবে কঠিন, তরল, গ্যাসীয় তিন ধরনের বর্জ্য পদার্থই প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত বর্তমান সময়ে শহরাঞ্চলগুলোতে কঠিন বর্জ্য র পরিমাণ যথেচ্ছ হারে বৃদ্ধি পেয়েছে। দেশের নগর এবং শহরগুলোতে যেভাবে দিন দিন বহুতল ফ্ল্যাটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাতে করে আগামী দিনে ভূ গর্ভস্থ জল সংকটের পাশাপাশি মনুষ্য ব্যবহৃত বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে আস্ত একখানি ছোটখাটো পাহাড়ের আকার ধারণ করতে পারে। কোন একটি অঞ্চলের বাস্তুতান্ত্রিক ভারসাম্য ও জীব বৈচিত্রের পরিবর্তন ঘটাতে এগুলোর জুড়ি নেই। তাই সঠিক পদ্ধতিতে সকল ধরনের বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা না করতে পারলে এগুলো সমাজে ও পরিবেশে মারাত্মক ক্ষতি ডেকে আনবে। আর ঠিক এখানেই পুর কর্পোরেশন এবং পুরসভা গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুর আবর্জনা সংগ্রহের প্রথম ধাপ হল বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলোকে সংগ্রহ করা।
তবে এক্ষেত্রে গৃহের সদস্যগণকেও সচেতন হতে হবে যে, একই প্যাকেটে পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ তারা যেনো মিলিয়ে না ফেলেন। এরপর পরবর্তীতে পৌর কর্মীদের প্রচেষ্টায় আবর্জনাগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বাছাই করে শহর থেকে দূরে কোথাও উন্মুক্ত স্থানে ভরাট করন বা landfill করা হয়। তবে শুধু গৃহস্থালির বর্জ্যই নয়, রাস্তার ধারে স্তুপী কৃত আবর্জনাগুলোও নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিয়মিতভাবে সংগ্রহ না করলে শহরাঞ্চলে পরিবেশগত সমস্যার সৃষ্টি হতে পারে। পৌর আবর্জনা সংগ্রহের দ্বিতীয় ধাপ হল সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে সামগ্রিক বর্জ্য পদার্থের উপযুক্ত ব্যবস্থাপনা। এক্ষেত্রে স্থানীয় এলাকা ভেদে পুর সংস্থা গুলোর কাজের কম - বেশী গতি লক্ষ্য করা যায়। তবে কাজের প্রকৃত অ গ্রগতির লক্ষ্যে গতি আনতে পুর সভার আবর্জনা সংগ্রহকারী সমস্ত বাহন গুলিকে Radio Frequency Identification Tag এর সাথে যুক্ত করলে এবং GPS system এর সাহায্যে মনিটরিং তথা ট্র্যাকিং করলে বিষয়টি ফলপ্রসু হতে পারে। তথাপি বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ, পৃথকীকরণ, পরিবহন, নিক্ষেপ করণের ক্ষেত্রেও পুরসভা গুলোর উপযুক্ত পরিকাঠামো উন্নত হওয়াও বাঞ্ছনীয়। সম্ভব হলে বর্জ্য পৃথকীকরণ যন্ত্রাংশ এবং আবর্জনা প্রক্রিয়াকরণ যন্ত্রাংশের মাধ্যমে বিভিন্ন ধরনের বর্জ্যের সঠিক পদ্ধতিকরণ করা যেতে পারে। প্রয়োজনে দাজ্য বর্জ্য গুলোকে নির্দিষ্ট স্থানে জ্বালিয়ে দেওয়া যেতে পারে। অন্যদিকে জৈব বর্জ্যগুলিকে একেবারে নিষ্কাশিত না করে পৌরসভার উদ্যোগে প্রত্যেক বাড়ি থেকে বেঁচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ফুল, বেলপাতা, চায়ের দোকানগুলো থেকে ব্যবহৃত চা পাতার অবশিষ্টাংশ একত্রে সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে বায়ো অর্গানিক ফার্টিলাইজার বা জৈব সার তৈরি করা যেতে পারে। পাশাপাশি মিউনিসিপাল সলিড ওয়েস্ট আইন, ২০০০ এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন, ২০১৬ এর মূল বিষয়গুলো শহরাঞ্চলে কার্যকরী করা অত্যন্ত প্রাসঙ্গিক। নিয়মিত মাইকিং এবং দেওয়াল চিত্র অংকনের মাধ্যমেও জনগণকে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যাপকভাবে সচেতন করা যেতে পারে। আগামীতে পৌর বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে Community Based Waste Management System দেখতে পাওয়া যেতে পারে। বিভিন্ন সরকারি এজেন্সীর সাথে স্থানীয় এন জি ও গুলো এক্ষেত্রে মিলিত ভাবে কাজ করবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি তথ্য অনুযায়ী দেশের ২৩ টি মেট্রো শহরে প্রতিদিন ৩০০০০ টন কঠিন বর্জ্য এবং বৃহৎ শহরগুলিতে প্রতিদিন গড়ে ৫০০০০ করে কঠিন বর্জ্যের সৃষ্টি হচ্ছে। এসব দিক বিবেচনা করেই কঠিন বর্জ্য থেকে জৈব মিশ্রসার উৎপাদন ও অদূর ভবিষ্যতে কঠিন বর্জ্য থেকে শক্তি উৎপাদনের নীতিতেও কাজ চলছে। দেশের প্রথম স্বচ্ছ ও পরিচ্ছন্ন শহর মধ্যপ্রদেশের ইন্দর পর্যবেক্ষণ করে তার কিছুটা অনুসরণ করা যেতেই পারে। মোদ্দা কথা, ক্লিন সিটি গ্রীন সিটি করার লক্ষ্যে, সমাজ ও বৃহত্তর পরিবেশ কে স্বচ্ছ রাখতে, জনস্বাস্থ্যের কথা ভেবে, এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে বর্তমানে রাজ্যের সমস্ত পুর কর্পোরেশন এবং পুর সংস্থা গুলোর শহরাঞ্চলের পরিবেশ রক্ষার উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। এবং আগামীতে এক্ষেত্রে আমরা আরো কিছু নতুন উদ্ভাবন দেখতেও আশাবাদী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct