সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: এলাকায় সৌজন্যমূলক রাজনীতি করুন, আর সব সময় প্রশাসনকে সহযোগিতা করুন। কারণ প্রশাসন সব সময় আপনাদের ভালো চায়, হয়তো রাজনৈতিক চাপে ঠিক ঠাক ভাবে কাজ করতে পারেন না। এবং একই সঙ্গে স্কুলে বন্দুক বাজের ঘটনায় পুলিশের ভূমিকাকে প্রশংসাও করেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড় কেন্দ্রের বিধায়ক নওসাদ সিদ্দিকী। সোমবার বিশ্বথ্যালাসেমিয়া দিবস উদযাপন উপলক্ষ্যে রক্ত অর্পণ শিবিরের আয়োজনে তেহট্ট-কাঁটাবেড়িয়া দুই নং অঞ্চল সংলগ্ন নবারুণ সংঘের মাঠে রক্তদান শিবিরে আসেন বিধায়ক। তিনি বলেন যেভাবে পঞ্চায়েতগুলিকে লুটেদারদের হাতে তুলে দেওয়া হয়েছে, তার হাত থেকে মুক্তি পেতে আগামী পঞ্চায়েত নির্বাচনে যদি আপনারা আমাদের দলের ওপর আস্থা রেখে আইএসএফ দলকে ক্ষমতায় নিয়ে আসেন। তাহলে এই মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি পঞ্চায়েত চলবে জন প্রতিনিধির কথায় নয়, মানুষের পঞ্চায়েত গড়ে তুলব! উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন মণ্ডল, রাজীব আলি লস্কর, ডাক্তার আফতাব মোল্লা, আইএসএফ হাওড়া জেলা কমিটির সদস্য ও সারদা তাজপুর হাই মাদ্রাসার শিক্ষক শেখ মোহাম্মদ কালিমুল্লাহ, স্টুডেন্ট ফ্রন্টের নেতা শামশুল শেখ, স্টুডেন্ট ফ্রন্টের মহিলা নেত্রী পারভিনা খাতুন, এছাড়াও স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম নেতামহিম শেখ, সাবির শেখ, ইমতিয়াজ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct