বিশেষ প্রতিবেদক, বারাসত, আপনজন: অলবেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অর্গানাইজেশনের গত ৮-০৫-২৩ তারিখে বিশেষ আলোচনা সারলেন রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম। সোমবার সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক আবদুল্লাহ, মাওলানা বাকিবিল্লাহ সাহেব, রেহান আহমেদ কুরেশি ইমামদের সার্বিক উন্নয়ন বিশেষ করে ভাতা বৃদ্ধিসহ দুঃস্থ ইমাম-মুয়াজ্জিনদের ঘরের ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নের ব্যাপার দৃষ্টিপাত করার অনুরোধ জানান। আবদুল্লাহ সাহেব জানান, যে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের দাবিগুলো তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct