রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: জঙ্গিপুর জেলের মধ্যেই মৃত্যু হল জেল হেফাজতে থাকা সামসেরগঞ্জের এক বাসিন্দার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। মৃত ওই ব্যক্তির নাম মজিবুর রহমান(৪৩)। তার বাড়ি সামসেরগঞ্জ থানার ভাসাইপাইকর এলাকায়। সামসেরগঞ্জের ভাসাইপাইকরে শান্তি কমিটির লোকজনের প্রবল মারধরের জন্যই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শান্তি কমিটির কর্মকর্তারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই মাদকাসক্ত হয়েছিলেন পেশায় রাজমিস্ত্রি মজিবুর রহমান নামে ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার রাতে মদ খাওয়ার কারনে হঠাৎ করে মজিবুর রহমান নামে ওই ব্যক্তির বাড়িতে প্রবেশ করে তাকে টেনে হিঁচড়ে বের করে ভাসাইপাইকর শান্তি কমিটির কয়েকজন সদস্য। অভিযোগ, রাতেই শান্তি কমিটির লোকজন ব্যাপক মারধর করে ওই ব্যক্তিকে। মারের চোটে শরীরের বিভিন্ন অংশ ফুলেও যায়। তারপর আবগারি দপ্তরের মাধ্যমে সামসেরগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার থেকে জেলেই ছিলেন ওই ব্যক্তি।পরিবারের সদস্যদের দাবি, রবিবার সন্ধ্যায় হঠাৎ তাদের ফোন করে জানান হয় মজিবুর রহমান মারা গিয়েছে। জেলের ভেতরে আসামীর মৃত্যু ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশ থাকতে সামসেরগঞ্জের ভাসাইপাইকর শান্তি কমিটির বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন। মদ খাওয়া অন্যায় হয়ে থাকলে সেটা পুলিশ ধরবে। কিন্তু শান্তি কমিটি কোন অধিকারে একজন ব্যক্তিকে এভাবে মারধর করতে পারে? পুলিশ থাকতে কেন আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে শান্তি কমিটি? উঠছে প্রশ্ন। শান্তি কমিটির বিরুদ্ধে টাকা নেওয়ারও অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। যদিও নিজেদের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে সাফাই দিয়েছেন ভাসাইপাইকর শান্তি কমিটির কর্তৃপক্ষ। মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শান্তি কমিটির অন্যতম কর্তা ডাক্তার মরজেম হোসেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct