আপনজন ডেস্ক: দিন যত যাচ্ছে ততই উন্নত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির। বর্তমানে মানুষ পৃথিবী থেকে মহাকাশে পাড়ি জমানোর প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টার আরেক নাম হল মহাকাশে ভ্রমণ। এই প্রথমবারের মতো কোনো সৌদি নারী যাচ্ছেন মহাকাশে। মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, রায়ানা বারনাওয়ি (৩৩) নামে এক সৌদি নারী আগামী ২১ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইসিসি) উদ্দেশে রওনা করবেন। এই মহাকাশ ভ্রমণ সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখিত থাকবে। এ সময় তার সফরসঙ্গী হবেন সৌদি আরবের আরেক নভোচারী আলি আল-কারনি। সেখানে তারা এএক্স-২ মহাকাশ মিশনে অবস্থানরত নভোচারীদের সঙ্গে যুক্ত হবেন। তাদের বহনকারী রকেটটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। রায়ানা বারনাওয়ি একজন ব্রেস্ট ক্যানসার গবেষক। ১০ দিনের এ মহাকাশ মিশনে তাদের সঙ্গে থাকবেন নভোচারী পেগি উইটসন ও ধনকুবের পাইলট জন শফনার।উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে মহাকাশ অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত। ওই বছর দেশটির একজন নভোচারী মহাকাশে যান। দেশটির নভোচারী হাজ্জা আল-মানসৌরি আট দিন আইএসএসে অবস্থান করেন। পরবর্তী সময়ে মহাকাশে যান আমিরাতের নভোচারী সুলতান আল-নিয়াদি। তিনি প্রথম আরব নভোচারী হিসেবে টানা ছয় মাস মহাকাশে অবস্থান করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct