আপনজন ডেস্ক: মোদি সরকারের তীব্র সমালোচনায় মুখর হল লালু প্রসাদ যাদব। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেন প্রধানমন্ত্রী পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন মোদি’ জম্মু ও কাশ্মীরে সাহসী সেনাদের শহীদ হওয়া এবং দেশে চীনের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আরজেডি সুপ্রিমো এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদব টুইট করেছেন যে মণিপুর জ্বলছে। জম্মু-কাশ্মীরে আমাদের সাহসী সৈন্যরা শহীদ হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে ব্যস্ত। হাস্যকরভাবে তিনি আরও লিখেছেন, মিডিয়ার তৈরি এই লোকেরা গণতন্ত্র, সম্প্রীতি, নির্বাচনী রাজনীতি এবং তাদের পদের মর্যাদা সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করেছে। তার টুইটে লিখেছেন, জম্মু ও কাশ্মীরে আমাদের সাহসী সৈন্যরা শহীদ হয়েছে, মণিপুর জ্বলছে, চীন আমাদের দেশে ঢুকছে, ছাত্র, যুবক, কর্মচারী, ব্যবসায়ী, ক্রীড়াবিদরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গুজরাটের ৫ বছর পর ৪০, ০০০ নারী নিখোঁজ, কিন্তু প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রচারে ব্যস্ত এবং দেশ অশান্তির মধ্যে রয়েছে, মিডিয়ার তৈরি এসব লোক গণতন্ত্র, সম্প্রীতি, নির্বাচনী রাজনীতি ও পদের মর্যাদা ক্ষুণ্ন করেছে। আসুন জেনে নেওয়া যাক যে আদিবাসীরা মণিপুরের রাজধানী ইম্ফলে ৩ মে সংহতি মিছিল করেছিল। এরপর থেকে রাজ্যে ব্যাপক সহিংসতা শুরু হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দাঙ্গাবাজদের দেখলেই গুলি করার নির্দেশ দেওয়া হয়। উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং এ পর্যন্ত ৫৪ জন নিহত হয়েছে। সেখানে গৃহহীন হয়েছে ২০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে, জম্মুতে সাম্প্রতিক জঙ্গি হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন, যার জন্য কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করেছেন লালু যাদব। এর আগে, JDU জাতীয় সভাপতি লালন সিংও মণিপুর সহিংসতা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবহেলার সমালোচনা করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct