এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: গ্রামবাংলার ঐতিহ্যবাহী গোরুর গাড়ী এখন শুধুই অতীতের স্মৃতি। বর্তমানে নানাধরনের মোটরচালিত যানের আধিক্যের কারণে অপেক্ষাকৃত ধীর গতির এই যানটির ব্যবহার অনেক কমে এসেছে। কিছুদিন আগে পর্যন্তও কৃষিজাত দ্রব্য ও ফসল বহনের কাজে গরুর গাড়ির ব্যাপক প্রচলন ছিল। যাতায়াত কিংবা মাঠের ফসল বাজারে নিয়ে যেতে এখন গোরুর গাড়ীর বদলে জায়গা করে নিয়েছে ইঞ্জিনচালিত গাড়ি। তবে উত্তর ২৪ পরগণার গোবরডাঙ্গা থানার নকফুল কুচুলিয়া গ্রামে দেখা গেল সাবেকিয়ানার ছোঁয়া। এই গ্রামের বেশ কিছু কৃষক পরিবারে রয়েছে গরুর গাড়ী ৷ তাঁরা মাঠের ফসল বাড়ি বা বাজারে নিয়ে যেতে এখনও ব্যবহার করেন গোরুর গাড়ী। স্থানীয় কৃষক তাপস ঘোষ জানান ‘আমাদের বরাবরই গরুর গাড়ী রয়েছে, দাদুর আমলেও ছিল’ এ দিন গরুর গাড়ী বোঝাই করে মাঠ থেকে ধান বাড়ি নিয়ে যেতে দেখা যায় তাঁকে ৷ ওই এলাকার কৃষকরা বলেন একটা সময় সকলের বাড়িতেই বলদ গুরু থাকতো, গরুর গাড়ী থাকতো কিন্তু বর্তমানে নেই৷ তাঁদের দাবি বর্তমানে তেল সারের দাম বৃদ্ধির কারনে কৃষিকাজের প্রতি অনিহা বাড়ছে, মুনাফা হচ্ছে না ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct