আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও সৌদি সরকার বলেছে, আজ শনিবার (৬ মে) জেদ্দায় সুদানের সেনাবাহিনী এবং দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সরাসরি বৈঠক শুরু হচ্ছে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তারা। এদিকে শুক্রবার রাতে সুদানের সেনাবাহিনী বলেছে, র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করতে সৌদি আরবে প্রতিনিধি পাঠিয়েছে তারা। ১৫ এপ্রিল সুদানে সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধবিরতি হয়েছে। তবে এর কোনোটিই পুরোপুরি কার্যকর হতে দেখা যায়নি।এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বলেছে, সুদানে লড়াইরত দুই পক্ষ আজ থেকে সরাসরি বৈঠকে অংশ নিচ্ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সুদান ও দেশটির জনগণের কথা ভেবে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের আলোচনায় অংশ নেওয়ার জন্য দুই পক্ষের প্রতি সৌদি আরব ও যুক্তরাষ্ট্র আহ্বান জানাচ্ছে। ’বিবৃতিতে এ বৈঠককে ‘আলোচনা–পূর্ববর্তী সংলাপ’ উল্লেখ করে স্বাগত জানানো হয়েছে। ইতিমধ্যে সৌদি আরবে নিজেদের প্রতিনিধি পাঠানোর তথ্য নিশ্চিত করেছে সুদানের নিয়মিত সেনাবাহিনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct