নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: বাড়ি থেকে অদূরে পাটের জমির আল থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের রক্তমাখা দেহ উদ্ধার করলেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। খুন নাকি দূর্ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। তবে পরিবারের লোকেদের দাবি কেউ বা কারা তাকে খুন করে পাটের জমির আলে ফেলে দিয়ে চলে গেছে। সন্দেহভাজন দুই ব্যক্তির নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সালদহ গ্রামের মাঠে। পুলিশ সূত্রে জানা গেছে ওই বৃদ্ধ ভিক্ষুকের নাম নসমো আলি(৫৮)। বাড়ি রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘরোট গ্রামে। ওই মৃত ব্যক্তির ভাইপো সেখ জাহাঙ্গীর জানান, এদিন সন্ধ্যায় গ্রামের এক ব্যক্তি মসিউর রহমানের সঙ্গে তার কাকা পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ সালদহে এক চায়ের দোকানে চা পান করতে যায়। বাড়ি ফিরতে দেরি দেখে কাকার খোঁজে বেড়িয়ে পড়েন। স্থানীয় এক বাসিন্দা মারফতে জানতে পারেন বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে দক্ষিণ সালদহ গ্রামের মাঠের মধ্যে তার কাকার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রবিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। শরীরে ক্ষত চিহ্ন দেখে অনুমান করা যাচ্ছে কেউ তাকে খুন করে পাটের জমিতে ফেলে দিয়ে চলে গেছে। অভিযোগের ভিত্তিতে রাতেই চায়ের দোকানদার খালেক আলীর ছেলে মুনাজির আলীকে জিঙ্গাসা বাদের জন্য থানায় নিয়ে আসেন পুলিশ। তবে এই ব্যাপারে চায়ের দোকানদার মুখ খুলতে চাননি। আরো জানা গেছে ওই বৃদ্ধ ভিক্ষুকটি অবিবাহিত। ভাইপোদের কাছে থাকতেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct