নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। অভিন্ন দেওয়ানি বিধি লাগু থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস সিলেবাস থেকে তুলে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। তিনি এই বিধি বিরোধীতায় গর্জে উঠতে বললেন। তিনি বলেন, ‘অভিন্ন দেওয়ানি বিধি লোকসভায় পাশ করানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের সরকার। দেশের মৌলিক আইনের মধ্যে থেকে এটা করা যায় না। আমরা এই বিধির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আপনাদেরও গর্জে উঠতে হবে। আগে থেকে জাগতে হবে। আমরা সংগঠনগতভাবে দেওয়ানি বিধি মানছি না। ’ মালদা জেলা জমিয়াতে উলামায়ে হিন্দ আয়োজিত সভায় এই ভাষাতেই কেন্দ্রকে বিঁধলেন রাজ্য জমিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি তথা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। তিনি আরও জানান, ‘দেশকে বিভাজন করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এই দেওয়ানি বিধি লাগু করে দীর্ঘ দিনের ঐতিহ্য সংস্কৃতি সম্প্রীতি নষ্ট করতে চাইছে। আমরা তার বিরোধীতা করছি। ’ রবিবার কালিয়াচক-১ ব্লকের সুজাপুর গার্লস হাই স্কুল প্রাঙ্গণে প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন উলামায়ে হিন্দের জেলা সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মইদুল ইসলাম, কলকাতা বেলুরমঠের স্বামী প্রমানন্দ মহারাজ, বারাসাতে আইনজীবী সন্দীপ চ্যাটার্জী, কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী শামসুল আরোফিন প্রমুখ। পাঠ্যবই থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। তার বিরুদ্ধে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি জানান, ‘দেশের মুঘল সাম্রাজ্যের ইতিহাস সিলেবাস থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। ওরা ভুলে যাচ্ছে দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের ইতিহাস। ভুলে যাচ্ছে স্বাধীনতা সংগ্রেসে এবং দেশ গঠনে তাঁর অবদানের কথা। এই মহান মানুষটিকেও সিলেবাস থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct