আপনজন ডেস্ক: অ্যানফিল্ডে শেষ বাঁশি বাজার পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের স্কোরশিটে খেলোয়াড়েরা কত পেতে পারেন? লেটার মার্কস দেবেন না নিশ্চিত, তবে জয়টা এসেছে আর তাতে ৩ পয়েন্ট পাওয়ায় ক্লপের অন্তত মন খারাপ হবে না। হাসি থাকলে মোহাম্মদ সালাহর মুখেও। ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের পাঁচে লিভারপুল। ১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি সালাহর। বক্সের বাঁ প্রান্ত থেকে ভার্জিল ফন ডাইকের হেড পেয়ে ফিনিশিংটা নিখুঁত করতে পারেননি মিসরীয় ফরোয়ার্ড। ডান পায়ের টোকাটা বলে ঠিকমতো না লাগলেও গোল লাইন পেরিয়ে যায়। তবে গোলটি মনে রাখবেন সালাহ। লিভারপুলের ১৩১ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে টানা ৯ ম্যাচে গোল করলেন। লিভারপুলের মাঠে এটি তাঁর শততম গোলও। শততমের মাইলফলক ছুঁয়েছেন আরও একজন। লিভারপুলের হয়ে ১০০তম ‘ক্লিন শিট’ (গোল না খাওয়া) ম্যাচ খেললেন গোলকিপার আলিসন বেকার।ম্যাচের প্রথমার্ধে অফসাইডের কারণে ব্রায়ান এমবোমোর গোলটি বাতিল হয়। নইলে সমতায় ফিরেই প্রথমার্ধ শেষ করতে পারত ক্লপের দল। বিরতির পর কোডি গাকপো কাছ থেকে গোলের সুযোগ নষ্ট করেন। নইলে আরও একটি গোল পেত লিভারপুল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct