আপনজন ডেস্ক: আইপিএলে এত বাজে রোহিত শর্মা এর আগে কবে খেলেছেন? এবারের আইপিএলে ভারত ও মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কের ব্যাট হাতে পারফরম্যান্স এমন প্রশ্ন তুলে দিয়েছে। আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে করেছেন ১৮৪ রান। গড় ১৮.৪০, স্ট্রাইক রেট ১২৬.৯০। ২০০৮ সাল শুরু করে আইপিএলের মৌসুম ধরে তুলনা করলে এটা রোহিতের সবচেয়ে বাজে মৌসুমগুলোর মধ্যে একটা। এর আগে গত বছর ১৪ ম্যাচ খেলে ১৯.১৪ গড়ে ২৬৮ রান করেছিলেন রোহিত, স্ট্রাইক রেট ছিল ১২০.১৮। এত দিন ওটাই ছিল আইপিএলে রোহিতের সবচেয়ে বাজে মৌসুম। এবার বোধ হয় এর চেয়েও খারাপভাবে শেষ হতে যাচ্ছে ভারত অধিনায়কের আইপিএল মৌসুম।পাঞ্জাব ও চেন্নাইয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ১৬ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডও এখন রোহিতের। তাঁর এমন বাজে ফর্ম দেখে বেশ কিছুদিন ধরেই সুনীল গাভাস্কার বলে যাচ্ছেন, রোহিতের বিশ্রাম দরকার। সেটা রোহিতের জন্য তো বটেই, ভারতের জন্যও ভালো হবে বলে মনে করেন গাভাস্কার। তবে সবাই তো আর এমন গঠনমূলক কথা বলছেন না, কেউ কেউ কঠোর সমালোচনাও করছেন তাঁর, দিচ্ছেন তীব্র খোঁচাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct