সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: একদিকে তীব্র গরম, অন্যদিকে পানীয় জলের সঙ্কট। নাজেহাল গ্রামবাসী। তৃষ্ণা মেটানোর জন্য জল আনতে হয় বাড়ি থেকে এক কিমি দূরের টিউব ওয়েল থেকে। এই রকম রকম সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে এলাকাবাসী। ঘটনাটি কেশপুর ব্লকের ১৩ নং অঞ্চলের লক্ষণচক গ্রামের। এই গ্রামে কুড়ি পঁচিশটা আদিবাসী পরিবারের বাস। প্রচন্ড জলকষ্টে ভুগলেও হুঁশ নেই প্রশাসনের। গ্রামের বাসিন্দা লক্ষ্মীমনি হেমরম বলেন, দীর্ঘদিন ধরে জলের সমস্যা তে ভুগছি। পানীয় জল আনতে এক কিলোমিটার দূরে যেতে হয়। বারবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি তাড়াতাড়ি জলের ব্যবস্থা হয় তার জন্য প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। স্থানীয় তৃনমূল নেতৃত্ব লক্ষন চৌধুরী বলেন, বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা এই গ্রামে এসেছিলেন, তিনি বলেছেন দু থেকে তিনদিনের মধ্যে এখানে পানীয় জলের সমস্যা মেটাবো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct