আপনজন ডেস্ক: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) জামা মসজিদের সার্ভে করার জন্য উত্তরপ্রদেশের বাদাউন আদালতে আবেদন করে। এএসআইয়ের পক্ষে একজন আইনজীবী আদালতে হাজির হয়ে সমীক্ষা চালাতে সম্মত হন এবং এর জন্য সময়ও চেয়েছিলেন। অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি মুকেশ প্যাটেল ২০২২ সালের সেপ্টেম্বরে বাদাউনের সিনিয়র ডিভিশনের সিভিল জজের আদালতে একটি আবেদন দায়ের করে দাবি করেছিলেন যে জামা মসজিদটি নীলকান্ত মহাদেব মন্দির যা ধ্বংস করে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। মহাসভা এএসআই দ্বারা মসজিদের সার্ভে চেয়েছিল।এই মামলায় এএসআই, রাজ্য সরকার এবং মসজিদ কমিটি সহ তিনটি পক্ষ কে ডাক দেওয়া হয়েছে। হিন্দু মহাসভার আইনজীবী বেদ প্রকাশ সাহু রয়টার্সকে জানিয়েছেন, এএসআই জামা মসজিদের সার্ভে চালাবে এবং তারপর আদালতে রিপোর্ট জমা দেবে। আদালত এএসআইকে রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময় দিয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ ৩০ মে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct