আপনজন ডেস্ক: আগামীকাল সোমবার ৮ মে ঘূর্ণাবর্ত নিম্মচাপে পরিণত হবে। মঙ্গলবার ৯ মে সেই নিম্নচাপ গভীর নিম্মচাপের সৃষ্টি হবে। আগামী কাল ল্যান্ড ফল জানা যাবে। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, ৮মে আন্দামানে ভারী বৃষ্টি শুরু হবে। ৪০থেকে ৫০কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়া বইবে। রবিবার রাত থেকে আন্দামান সাগরে ১২মে পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের পাশাপাশি পর্যটক ও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। ৮ মে থেকে ১২মে পর্যন্ত বৃষ্টি হবে। তবে সব থেকে বেশি বৃষ্টি হবে ৯এবং ১০মে। ১০ মে অবধি দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। পশ্চিমের জেলা গুলিতে ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজকে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি আছে। তবে ১০মে পর্যন্ত এই তাপমাত্রা আরও বাড়বে। এখনো পর্যন্ত সুন্দরবন ও সাগরের কোন প্রভাব পড়ার সম্ভবনা নেই। মোকার গতিপথ আন্দামান নিকোবরের দিকে থাকবে বলে জানান সঞ্জীব বাবু। এদিকে ওডিশা এবং বাংলা এই দুই রাজ্যই ইতিমধ্যেই মোকা মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্র লাগোয়া অংশ যেখানে মোকার সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে সেখানে মক ড্রিল করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct