সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার যুগে অনেক জিনিসই ‘বাতিলে’র তালিকায় ঢুকে পড়েছে। তাই এই সুযোগে আগামী প্রজন্মের সঙ্গে সেই সব ‘হারিয়ে যাওয়া’ জিনিসপত্রের পরিচয় করার সুযোগ রয়েছে বাঁকুড়া শহরের দশের বাঁধ হংসেশ্বর শিবের গাজনে। বাঁকুড়া শহরের ভীতরের এই গাজনে কি নেই! মাটির কলসি, হাঁড়ি, কুঁজো, বাঁশের তৈরী ঝুড়ি, কুলো থেকে শিল নোড়া, বাচ্ছাদের খেলনা। সবকিছুই মিলবে এই গাজন চত্বরে। ফলে ঐতিহ্যের টানে বারবার মানুষ ছুটে আসেন এই গাজনে।এই গাজন উৎসব ঘিরে বড়দের পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যেও আগ্রহ বাড়ছে, এদিন সকালেই তার প্রমাণ মিললো। গাজন মেলায় ঘোরা আর কেনাকাটির মাঝেই কলেজ পড়ুয়া রুপা সরকার থেকে গৃহবধূ পিয়াসা ব্যানার্জীরা বলেন, দোকানে চাইলেও যে জিনিস পাওয়া যাবেনা এই গাজনে সেই সব জিনিসেরই দেখা মেলে। ফলে সেই সব সংগ্রহ করার তাগিদ তো থাকেই বলে তারা জানান। ছোটোবেলাটাকে আরো একবার ফিরে পেতে এই মেলায় হাজির পদ্মনাভ বিশ্বাস। তিনি বলেন, আমাদের ছোটো বেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাজনকে ঘিরে। তাই সুযোগ পেলেই ছুটে আসি বছরের এই বিশেষ দিনটিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct