এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: ‘যুগে যুগে বাংলার সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হলো গোবরডাঙ্গা হিন্দু কলেজে ৷ গড়িয়া সোসাইটি ফর স্টাডিস অফ মারজিনাল পিপল এবং গোবরডাঙ্গা হিন্দু কলেজের ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে এক দিবসীয় ওই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয় । ইতিহাসের আদিপর্ব থেকে আজ পর্যন্ত যে সমস্ত অবহেলিত প্রান্তিক মানুষ ইতিহাসের আলোয় আলোকিত হতে পারেননি সেই সমস্ত দলিত অবহেলিত মানুষের অজানা বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা ৷ উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা হিন্দু কলেজে অনুষ্ঠিত ওই সেমিনারে দুই দেশের অধ্যাপক, গবেষক এবং রাজ্যের বিভিন্ন কলেজ থেকে আগত প্রায় ২৭০ জন ইতিহাসের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ৷ দলিত সম্প্রদায়ের মানুষ কেন আজ অবহেলিত কেন তারা আজও অত্যাচারিত এর পেছনে কি কারণ রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ দর্শন শাস্ত্রের অধ্যাপক মাসুম আহমেদ বলেন, এই ধরনের আলোচনার মাধ্যমে অবহেলিত মানুষদের নিয়ে চর্চার আরও নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে।এক দিবসীয় আন্তর্জাতিক সেমিনারে অবহেলিত প্রান্তিক মানুষের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ডঃ দেবী চ্যাটার্জী, ডঃ রাখাল চন্দ্র নাথ, ডঃ সুতপা সেনগুপ্ত, বাংলাদেশ থেকে আগত ডঃ মাসুম আহমেদ, ডঃ মনো শান্ত বিশ্বাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ । সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা হিন্দু কলেজের অধ্যক্ষ ডঃ হরে কৃষ্ণ মন্ডল, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডঃ ত্রিদিব মন্ডল, সোসাইটির প্রেসিডেন্ট ডঃ অনিল কুমার সরকার, গোবরডাঙ্গা হিন্দু কলেজের পরিচালন সমিতির সভাপতি শঙ্কর দত্ত, অধ্যাপক কৃষ্ণ কান্ত ঢালী, ইনসান আলী প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct