রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: “দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে অনেক রাজনৈতিক নেতা বড় বড় কথা বলেছেন। কিন্তু একটাও কাজ করেননি।” নাম করে অধীর চৌধুরীকে তোপ দাগলেন মমতা ব্যানার্জি। শুক্রবার মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। ভাঙন রোধে মুর্শিদাবাদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।সেখানকার মানুষদের সঙ্গে কথাও বলেন। সামসেরগঞ্জের মতো এদিনও ভাঙন রোধে কেন্দ্রকে নিশানা করেন মমতা। মুর্শিদাবাদে দাঁড়িয়ে অভিযোগ করে মমতা ব্যানার্জী বলেন “ধরে অনেক রাজনৈতিক নেতার জন্ম হয়েছে। অনেক রাজনৈতিক নেতারা বড় বড় কথা বলেন। কেউ আজ পর্যন্ত কোনও কাজ করেননি। কাজগুলো আমাদেরই করতে হবে। “শুক্রবার সাংবাদিক বৈঠক করে পাল্টা দিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন “ মুর্শিদাবাদ ভাঙ্গনের কবলে, বর্তমান ভাঙ্গনের কবল থেকে মুর্শিদাবাদ কে বাঁচাবে কে শুধু শামসেরগঞ্জ নয়, পদ্মার ভাঙ্গন নয়, ভাগীরথীর ভাঙ্গন মুর্শিদাবাদের ভূগোল পাল্টে দিচ্ছে বলে জানান অধীর। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন “আপনার কি পরিকল্পনা আছে বলেন, কোনদিন একটা পরিকল্পনার কথা আমরা জেনেছি । তিনি আরও বলেন আজকে যখন দেখছেন মুর্শিদাবাদের মানুষ পাল্টে যাচ্ছে মালদার মানুষ পাল্টি খেয়ে যাচ্ছে,হু হূ করে তৃণমূল ছেড়ে মানুষ কংগ্রেসের যোগদান করছে তখন আপনি মরার দেহে আতর ছড়াতে ময়দানে নেমেছেন।” এরপর আক্রমনের সুরে অধীর মমতা ব্যানার্জিকে বলেন “দিদি আপনাকে বলতে চাই আপনার নাম মমতা ব্যানার্জি বাদ দিয়ে সেখানে লিখুন আমি মিথ্যা শ্রী, মমতা ব্যানার্জি। তিনি আরো বলেন আপনি কোথায় কবে কত টাকার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছেন আমি জানতে চাই আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন সেটা উঠিয়ে নিয়ে দরকার আপনার সততা নেই, আপনি মিথ্যুক তাই প্রতিবাদ করে লাভ নেই।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct