আপনজন ডেস্ক: এপ্রিল থেকে সহিংসতার উত্থানের পর সুদানে লুটপাটের ফলে এক মিলিয়নেরও বেশি পোলিও টিকা ধ্বংস হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইউনিসেফের জরুরি কর্মসূচির উপপরিচালক হ্যাজেল ডি ওয়েট রয়টার্সকে একটি ই-মেইলে বলেছেন, ‘দক্ষিণ দারফুরে এক মিলিয়নেরও বেশি পোলিও টিকাসহ বেশ কয়েকটি হিমাগার লুট, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে। ’২০২২ সালের শেষের দিকে হওয়া প্রাদুর্ভাবের পর সংস্থাটি সুদানে পোলিও টিকার প্রচারের একটি সিরিজের মাঝামাঝি ছিল। পোলিও একটি রোগ, যা প্রধানত পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে। এই রোগে পক্ষাঘাত এবং মৃত্যু হতে পারে। আফ্রিকাকে ২০২০ সালে বন্য পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে গত বছর থেকে মালাউই, মোজাম্বিক ও সুদানে অন্য দেশ থাকা আসা আক্রান্তর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটাবেইস অনুসারে, গত মাসে সংঘাত শুরুর পর থেকে সুদানের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ২৮টি হামলা হয়েছে। সুদানের এই সংকটের সময় বিশ্ব খাদ্য কর্মসূচিসহ অসংখ্য মানবিক সংস্থা লুটপাটের অভিযোগ করেছে। এই সংস্থাটি বলেছে, তারা ১৩-১৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সরবরাহ হারিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct